সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল বিবেক ওবেরয়ের! এক রিয়েল এস্টেট সংস্থা 'কর্ম ডেভলপার্স'-এর বিরুদ্ধে তদন্তে নেমে মুম্বইয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১৯.৬১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। জানা যাচ্ছে, এই সংস্থার সঙ্গে নাকি যোগ রয়েছে বলি তারকা বিবেক ওবেরয়ের!
‘কর্ম ডেভলপার্স’ নামের এই সংস্থা মধ্যবিত্তদের জন্য তুলনামূলক কম দামে আবাসন প্রকল্প নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছে বলে অভিযোগ। ২০২৩ সালে বোম্বে হাইকোর্ট এই বিষয়ে মহারাষ্ট্র পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। ১১ হাজার ৫০০ - রও বেশি ক্রেতা এই সংস্থায় আবাসন কেনার জন্য অর্থ বিনিয়োগ করেও আজ পর্যন্ত তাদের প্রতিশ্রুত বাড়ি পাননি বলেই খবর।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হল, বিবেক এই সংস্থার প্রচারের মুখ ছিলেন। সংস্থার 'কর্ম রেসিডেন্সি', 'কর্ম পঞ্চতত্ত্ব', 'কর্ম ব্রহ্মান্ড' সহ একাধিক প্রকল্পের প্রচার করেছেন অভিনেতা। তদন্তে বেরিয়ে এসেছে, সংস্থাটি নকল নথি বানিয়ে কৃষিজমিকে আবাসনের জমি হিসাবে বিক্রি করছে। আর সেই কারণেই নাকি ক্রেতারা পড়েছেন অথৈ সাগরে! এই ব্যাপারে ইডির সাম্প্রতিক পদক্ষেপের পর দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে প্রতারিতরা। সংস্থার প্রচারমুখ বিবেক এই গোটা ঘটনার সঙ্গে কীভাবে জড়িত সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে? অভিনেতা অবশ্য এবিষয়ে এখনও মুখ খোলেননি। বরং তিনি তাঁর ছবির কেরিয়ার নিয়ে ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে মোহনলালের ‘এল ২: এমপুরান’ ছবিটি। এই ছবিতে বিবেকের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে।