shono
Advertisement
WAVES 2025 Pahalgam terror attack

'মোদিই কাশ্মীরে শান্তি ফেরাবেন', WAVES সম্মেলনে বড় বার্তা রজনীকান্তের, সায় শান-জ্যাকি শ্রফের

'সন্ত্রাসবাদীরা চায় ভারতের গতি স্তব্ধ করতে, তা হতে দেব না', ওয়েভস মঞ্চেই হুঙ্কার শানের।
Published By: Sandipta BhanjaPosted: 02:09 PM May 01, 2025Updated: 02:29 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাতেই আছে, 'দ্য শো মাস্ট গো অন'। আর সেই মন্ত্রের জোরেই পহেলগাঁও সন্ত্রাসের শোক সামলে পয়লা মে, বৃহস্পতিবার থেকে মুম্বই জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হল 'ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট' সামিট। ভারতীয় সিনেদুনিয়ার উন্নতিসাধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে একছাদের তলায় একজোট হয়েছেন বলিউড এবং দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তারকারা। আন্তর্জাতিক বিনোদুনিয়ার সঙ্গে ভারতীয় সিনেজগতের মেলবন্ধন ঘটাতে মোদি সরকারের এহেন পদক্ষেপ যে নিঃসন্দেহে এক মাইলস্টোন হয়ে থাকবে, তেমনটাই মনে করছে সিনেমহল। বৃহস্পতিবার ওয়েভস-এর বিশ্বসম্মেলনের মঞ্চেই পহেলগাঁও হামলা (Pahalgam terror attack) নিয়ে মুখ খুললেন রজনীকান্ত, জ্যাকি শ্রফ, গায়ক শান।

Advertisement

'ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট' সম্মেলনের ( WAVES Summit 2025) মঞ্চে মোদিকে 'যোদ্ধা' আখ্যা দিয়ে রজনীকান্তের মন্তব্য, আমার বিশ্বাস মোদিজি সাবলীলভাবে কাশ্মীরের বর্তমান পরিস্থিতির মোকাবিলা করবেন। পহেলগাঁওয়ে ভয়ানক জঙ্গি হামলার পর অনেকেই আমাকে বলেছিলেন, "কেন্দ্রীয় সরকার হয়তো অহেতুক সমালোচনার ভয়ে ওয়েভস সম্মেলন পিছিয়ে দেবে। তবে আমি নিশ্চিত ছিলাম যে, অনুষ্ঠানটি হবেই। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উপর আমার অগাধ আস্থা রয়েছে। উনি প্রকৃত অর্থে একজন যোদ্ধা। বিগত কয়েক দশকে যে সমস্ত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আমাদের দেশকে, সবক্ষেত্রেই সাহসের সঙ্গে মোকাবিলা করে মোদি সেটা প্রমাণ করে দিয়েছেন। আমার বিশ্বাস, মোদিজির হাত ধরেই কাশ্মীরে শান্তি ফিরবে।"

পহেলগাঁও কাণ্ডের জেরে পাকশিল্পীদের এদেশে চিরতরে বয়কট করার দাবি উঠেছে। ওয়েভস সামিটে শামিল হয়ে সংশ্লিষ্ট ইস্যুতে জ্যাকি শ্রফ সাফ জানালেন, "পরিস্থিতি যেরকম, তাতে না হয় এরকম সিদ্ধান্ত নেওয়াই হল। পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এই জঘন্য সন্ত্রাসের ঘটনায় গোটা দেশ শোকাহত। আমরা চাইছি মানুষ একজোট হোক, তবুও কেন এই সংঘাত? কেন নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে? আর হ্যাঁ, পাক তারকাদের ব্ল্যাক লিস্টেড করা প্রসঙ্গে আমি কোনও মন্তব্য করে বিতর্ক বাড়াতে চাই না। কারণ এটা সরকারের সিদ্ধান্ত। আমার বিশ্বাস, এই ধরনের সিদ্ধান্ত সরকারের উপর ছেড়ে দেওয়াই উচিত।" জ্যাকি শ্রফের সুরে শানের মন্তব্য, "সন্ত্রাসবাদীরা তো চাইছেই আমাদের দেশ যেন থমকে যায়। কিন্তু আমরা সেটা হতে দেব না। ওয়েভস সম্মেলন নিয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। আমাদের সকলেরই চিন্তাভাবনা, মতামত প্রকাশ করার একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। ওই যে রাজ কাপুর যেমন বলতেন- শো মাস্ট গো অন। আমিও তাতে বিশ্বাসী। পহেলগাঁওয়ের ঘটনা আমাদের মনে নিশ্চয় ক্ষতর সৃষ্টি করেছে, কিন্তু সন্ত্রাসবাদীরা আমাদের দেশের অগ্রগতিকে যেমন স্তব্ধ করে দিতে চায়, সেই উদ্দেশ পূরণ হতে দেব না আমরা।"

এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে মঞ্চে আহ্বান জানান শাহরুখ খান। সম্মেলনের সূচনা করে নরেন্দ্র মোদি বললেন, "সৃজনশীল মনোভাব আমাদের দেশের সম্পদ। আমাদের কাছে বিজ্ঞান, কল্প-কাহিনি, সব ধরনের গল্প রয়েছে। আমাদের সম্পদের ঝুড়ি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। WAVES-এর বড় দায়িত্ব হল সেসব সৃষ্টি বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও খুঁজে বের করে পদ্ম সম্মানে ভূষিত করেছি। পারসি, ইহুদিরাও এখানে এসে ভারতের অংশ হয়ে উঠেছে। আসলে আমাদের সংস্কৃতির অন্যতম শক্তি হল, আমরা অন্যান্য দেশের সংস্কৃতিকে সম্মান করি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ওয়েভস-এর বিশ্বসম্মেলনের মঞ্চেই পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুললেন রজনীকান্ত, জ্যাকি শ্রফ, গায়ক শান।
  • মোদিকে 'যোদ্ধা' আখ্যা দিয়ে রজনীকান্তের মন্তব্য, আমার বিশ্বাস মোদিজি সাবলীলভাবে কাশ্মীরের বর্তমান পরিস্থিতির মোকাবিলা করবেন।"
  • 'সন্ত্রাসবাদীরা চায় ভারতের গতি স্তব্ধ করতে, তা হতে দেব না', ওয়েভস মঞ্চেই হুঙ্কার শানের।
Advertisement