shono
Advertisement
WAVES Summit 2025

মোদির ডাকে WAVES সম্মেলনে চাঁদের হাট, সিনেইন্ডাস্ট্রিকে চাঙ্গা করতে একজোট বলিউড-দক্ষিণী তারকারা

WAVES সম্মেলনে শাহরুখ-দীপিকা, রণবীর-আলিয়া-সহ আর কারা যোগ দিলেন?
Published By: Sandipta BhanjaPosted: 01:19 PM May 01, 2025Updated: 01:36 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ার উন্নতি সাধনে নতুন উদ্যোগ মোদি সরকারের। দেশের সিনেশিল্পকে আরও চাঙ্গা করতে 'ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিটে'র জন্য আগেভাগেই বলিউডের খান-কাপুর, বচ্চনদের তরফে ভিডিও বৈঠকে টিপস নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দাক্ষিণাত্যভূমের সুপারস্টাররাও। কীভাবে বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক আঙিনায় আরও উচ্চস্তরে পৌঁছে দেওয়া যায়? সেই উদ্দেশ সাধনেই বৃহস্পতিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হল WAVES সামিট। বিশ্বের ৯০টি দেশের দশ হাজার তাবড় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

Advertisement

ভারতীয় বিনোদুনিয়ার উন্নতিসাধনে মোদি সরকারের এহেন পদক্ষেপ যে এক মাইলস্টোন হয়ে থাকবে, সেই ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন সিনেবিশেষজ্ঞরা। বৃহস্পতিবার অনুষ্ঠানের সূচনাকালে তাই প্রধানমন্ত্রীর ডাকে একছাদের তলায় হাজির বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি। শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন থেকে সইফ আলি খান, হেমা মালিনী, অনিল কাপুর, অক্ষয় কুমার, আমির খানদের মতো প্রথম সারির তারকারা ইতিমধ্যেই সম্মেলনে পৌঁছে গিয়েছেন। বলিউড মাধ্যম সূত্রে খবর, চারদিন ব্যাপী এই সম্মেলনে হাজির থাকছেন চিরঞ্জিবী, রজনীকান্ত, নাগার্জুনদের মতো দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অভিভাবকরাও। দেখা গেল নাগা চৈতন্য, শোভিতা ধুলিপালাকেও। ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট' বিশ্বসম্মেলনে হাজার ডিজিটাল ক্রিয়েটর, ৩০০ সংস্থাও শামিল হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে মঞ্চে আহ্বান জানান শাহরুখ খান। সম্মেলনের সূচনা করে নরেন্দ্র মোদি বললেন, "সৃজনশীল মনোভাব আমাদের দেশের সম্পদ। আমাদের কাছে বিজ্ঞান, কল্প-কাহিনি, সব ধরনের গল্প রয়েছে। আমাদের সম্পদের ঝুড়ি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। WAVES-এর বড় দায়িত্ব হল সেসব সৃষ্টি বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও খুঁজে বের করে পদ্ম সম্মানে ভূষিত করেছি। পারসি, ইহুদিরাও এখানে এসে ভারতের অংশ হয়ে উঠেছে। আসলে আমাদের সংস্কৃতির অন্যতম শক্তি হল, আমরা অন্যান্য দেশের সংস্কৃতিকে সম্মান করি।"

এর আগে এক ভিডিও বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময়ে বিনোদুনিয়ার তারকারা নিজস্ব মতামত পেশ করেন। সেই বৈঠকেই দেশের সিনেশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী কী করণীয়? প্রত্যেকেই মতামত পেশ করেছিলেন। তারকাদের থেকে রীতিমতো বাছাই করা টিপস নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস) -এর কথা বলেন। সেই সময়েই তিনি জোর দিয়ে জানিয়েছিলেন যে, সিনেমা এবং বিনোদন শিল্প দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতিকেও চাঙ্গা করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধানমন্ত্রীর ডাকে একছাদের তলায় হাজির বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি।
  • অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীকে মঞ্চে আহ্বান জানান শাহরুখ খান।
  • বিশ্বের ৯০টি দেশের দশ হাজার তাবড় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে।
Advertisement