সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈষ্ণোদেবী মন্দিরের অনতিদূরেই বসে মদ্যপান এবং আমিষ ভোজ। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে আইনি বিপাকে অরহান আত্রামানি ওরফে ওরি। ঘটনার জেরে বলিউডের সেলেব সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-সহ আরও ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ-মাংস খাওয়ার অভিযোগ উঠতেই নেটপাড়ার রোষানলে ওরি। বেলা গড়াতেই এবার জম্মু ও কাশ্মীর পুলিশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে সাফ জানিয়ে দেওয়া হল, "কড়াভাবে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।"

উপত্যকার আইনশৃঙ্খলা ভাঙায় বেজায় বিরক্ত জম্মু ও কাশ্মীরের পুলিশ। বিশেষ করে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠায় বিষয়টির উপর আরও কড়া নজর রয়েছে বলে জানানো হয়েছে তাঁদের তরফে। উপত্যকার পুলিশ প্রশাসনের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ, "যে বা যাঁরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করে না কিংবা মদ-মাদকের নেশা করে শান্তি বিঘ্নিত করে, তাদের ক্ষেত্রে কোনও ছাড় নেই। কড়া হাতে দেখা নেওয়া হবে।"
প্রসঙ্গত জেলাশাসকের তরফে বিজ্ঞপ্তি জারি করে মদ্যপান এবং আমিষ খাবারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আগেই ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কাটরার এক হোটেলে বসে সদলবলে ওরি মদ্যপান করেন, বলেই অভিযোগ। সেপ্রসঙ্গ উল্লেখ করে, পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, "ঘটনায় স্থানীয় থানার তরফে এফআইআর দায়ের করা হয়েছে। ওরি ছাড়াও ওই পার্টিতে ছিলেন দর্শন সিং, পার্থ রাইনা, হৃতিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগান, শাগুন কোহলি এবং অনাস্তালিয়া আরজামাসকিনা। তাঁরাও হোটেলে বসেই মদ্যপান করেছেন এবং সেখানে নিষেধাজ্ঞা থাকলেও তাঁরা আমিষ খেয়েছেন।"
আম্বানিদের পার্টি হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যেখানে ওরিকে দেখা যায় না! রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর থেকে সলমন খান, সবার প্রিয় ওরি। সোশাল মিডিয়াতেও তাঁকে ঘিরে কৌতূহল প্রচুর। কারণ তারকাদের অন্দর মহলেও ওরির অবাধ যাতায়াত। ওরি একবার জানিয়েছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করে ফেলেন। সেই সেলেব সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবার জম্মু-কাশ্মীরে গিয়ে আইনি বিপাকে পড়লেন আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে।