সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ মার্চ, সোমবার কলকাতার এক পাঁচতারা হোটেলে জমে উঠেছিল 'জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস'-এর সান্ধকালীন জলসা। তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজ-শুভশ্রী, যশ-নুসরত থেকে মিমি চক্রবর্তী, অঙ্কুশ-ঐন্দ্রিলা-সহ টলিপাড়ার একঝাঁক তারকা। নজর কাড়লেন ওপার বাংলার জয়া আহসানও। কেউ লাল গালিচায় হেঁটে বাজিমাত করলেন তো কেউ বা আবার নিজস্ব স্টাইল স্টেটমেন্টে তাক লাগিয়ে দিলেন। দীর্ঘদিন বাদে কেউ বা আবার একমঞ্চে প্রাক্তনদের মুখোমুখি হলেন। শেষপাতে বলিউডি গানের তালে কোমর দোলাতেও দেখা গেল টলিউড তারকাদের। সেই চাঁদের হাটে 'ফিল্মফেয়ার'-এ সেরার শিরোপা উঠল কাদের মাথায়? একনজরে দেখে নিন তালিকা।
টলিউডের ফিল্মফেয়ার বিজয়ীরা
স্টাইল আইকন
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত
সবচেয়ে স্টাইলিশ তারকা
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ
বছরের সেরা রেড কার্পেট লুক
অঙ্কুশ-ঐন্দ্রিলা
বছরের সেরা গ্ল্যামারাস তারকা
দেব, কোয়েল মল্লিক
সেরা ফ্যাশনেবল তারকা দম্পতি
যশ-নুসরত
চিরন্তন ফ্যাশনের রানি
জয়া আহসান
বছরের সেরা ট্রেন্ডসেটার
মিমি চক্রবর্তী
ফিট অ্যান্ড ফ্যাবিউলাস
পাওলি দাম, টোটা রায়চৌধুরী
ফ্যাশনের সাহসী মুখ
মনামী ঘোষ
সেরা ফ্যাশন সচেতন তারকা
পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন
সর্বকালের স্টাইল আইকন
শর্মিলা ঠাকুর
সেরা ক্রীড়াব্যক্তিত্ব
সৌরভ গঙ্গোপাধ্যায়
সেরা স্টাইলিশ পরিচালক
রাজ চক্রবর্তী
বর্ষসেরা 'হট' তারকা
দেব, রাইমা সেন
বর্ষসেরা ট্রেলব্লেজার
জিৎ
ফ্যাশনের উদীয়মান মুখ
অঙ্গনা রায়, শন বন্দ্যোপাধ্যায়
বর্ষসেরা হটস্টেপার
অর্জুন চক্রবর্তী, রুক্মিণী মৈত্র
সেরা স্টাইল অ্যান্ড সাবস্ট্যান্স
স্বস্তিকা মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়
সেরা গ্ল্যামারাস যুব আইকন
বিক্রম চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র
অনন্ত যৌবনা
রূপা গঙ্গোপাধ্যায়
সেরা 'ডিভা' গায়িকা
উষা উত্থুপ