সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই কি যশ-নুসরতের সম্পর্কে 'আড়ি' (Yash Dasgupta-Nusrat Breakup)? বুধবার সকাল থেকেই তারকাজুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিপাড়া! জল্পনার সূত্রপাত, টলিপাড়ার 'মোস্ট হ্যাপেনিং কাপল' যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের জীবনদর্শনমূলক পোস্ট থেকে। শুধু তাই নয়। এবার তাঁরা ঘুরতেও গিয়েছেন আলাদা আলাদাভাবে। উপরন্তু যশ-নুসরত যখন যে যাঁর মতো করে ছুটি উপভোগ করছেন তখন নেটপাড়ার আবিষ্কার, তাঁরা নাকি ইনস্টাগ্রামে একে-অপরকে আর অনুসরণ করছেন না। এবার যাবতীয় বিষয় ক্রমানুসারে রেখে দুয়ে দুয়ে চার করে একাংশের অনুমান, তারকাজুটির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। তাঁদের রসায়ন আর আগের মতো নেই! আদৌ কি তাই?
জল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন যশ দাশগুপ্ত। অভিনেতা সাফ জানালেন, সকাল থেকেই ভুয়ো খবর ঘুরছে। সবটাই গুজব। যশের দাবি, নুসরত জাহানের সঙ্গে কোনও সমস্যাই হয়নি তাঁর। ইনস্টাগ্রামে' আনফলো' করার বিষয়টি নিয়ে কী বললেন অভিনেতা? দিনভর নেটপাড়ায় জল্পনা জিইয়ে থাকার পর বুধবার রাতে সংবাদমাধ্যমের কাছে যশ জানালেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই তাঁর প্রোফাইল থেকে নুসরতকে ফলো করা যাচ্ছে না। আর তার মাঝে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে উঠতেই অভিনেতার রসিক উত্তর, "কেন নুসরতের অ্যাকাউন্ট ফলো করা যাচ্ছে না, সেটা জানতে হলে মার্ক জুকারবার্গকে জিজ্ঞেস করতে হবে।" অভিনেতা জানালেন, ইতিমধ্যেই তাঁর সোশাল মিডিয়া টিম বিষয়টি দেখছে।
প্রসঙ্গত, নুসরত জাহান বর্তমানে ছেলে জিশানকে নিয়ে পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছেন। কুয়াশামাখা শৈলশহর থেকে তাঁর ট্যুরের একাধিক ঝলকও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। কখনও পাহাড়ি রাস্তার আঁকেবাঁকে মন হারিয়েছেন তো কখনও বা আবার পথ সারমেয়কে আদর করতে দেখা গিয়েছে তাঁকে। এসব বিচ্ছেদের জল্পনা কিংবা ট্রোল-মিমকে কোনওদিনই পাত্তা দেননি নুসরত। এবারও কোনও উচ্চবাচ্য করেননি যথারীতি। এদিকে বড় ছেলে (প্রথম পক্ষের) রায়াংশকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন যশ। সেখান থেকেই সংবাদমাধ্যমের কাছে গোটা বিষয়টি জানালেন অভিনেতা। তাঁর কথায়, 'আমরা আলাদা ঘুরতে এসেছি।' নিন্দুকরা যতই বিচ্ছেদ গুঞ্জনের আসর বসাক না কেন, সম্পর্কেরা যে যার জায়গায় নিশ্চিন্তে রয়েছে, সেটা অভিনেতার বক্তব্যে স্পষ্ট।
