সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তমকুমার অভিনীত ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার স্মৃতি ফেরাল রণবীর সিং অভিনীত রোহিত শেট্টি পরিচালিত ‘সার্কাস’ সিনেমার টিজার (Cirkus film Teaser)। ছবিতে রণবীর যেমন দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন, তেমনই ডাবল রোলে দেখা যাচ্ছে বরুণ শর্মাকে। তাতেই উত্তমকুমার ও ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত চিরঞ্জিৎ চৌধুরী ও তাঁর চাকর কিঙ্করের স্মৃতি ফিরেছে।
রোহিত শেট্টির পরিচালনাতেই ‘সিম্বা’ হয়ে বড়পর্দায় সাফল্য পেয়েছেন রণবীর (Ranveer)। এবার নায়ক-পরিচালক জুটি ভরসা রেখেছেন কমেডির উপর। তাও আবার রিমেক। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’। সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ লতায়পাতায় রণবীরের সিনেমাটিকে বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক বলাই যায়।
[আরও পড়ুন: হিজাব বিক্ষোভে সমর্থন, ইরানের পরিচালককে ভারতে আসতে বাধা, বাজেয়াপ্ত পাসপোর্ট]
নতুন এই ছবিতেও ছয়ের দশকের কাহিনিই ফুটিয়ে তোলা হয়েছে। আর তাতে রয়েছেন রোহিতের পছন্দের একঝাঁক অভিনেতা। যেমন, জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিণী কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুকেশ তিওয়ারি, মুরলী শর্মা আরও অনেকে। ছবির দুই নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) ও পূজা হেগড়ে (Pooja Hegde)। প্রত্যেককেই টিজারে ছয়ের দশকের পোশাকে দেখা গিয়েছে। এছাড়াও ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন ও দীপিকা পাড়ুকোন।
২০২০ সালের নভেম্বরে ‘সার্কাস’ সিনেমার শুটিং শুরু হয়। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। ২০২২ সালে নভেম্বরে ছবির শুটিং শেষ হয়। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘সার্কাস’। ট্রেলার প্রকাশ করা হবে আগামী শুক্রবার অর্থাৎ ২ ডিসেম্বর।