shono
Advertisement

Breaking News

ICSE-ISC 2022: করোনার কোপে এবার কাটছাঁট সিলেবাসে, দেখে নিন বাদ কোন কোন চ্যাপ্টার

আগেই ইংরেজি ভাষার সিলেবাস কমানো হয়েছিল।
Posted: 03:03 PM Jul 10, 2021Updated: 03:03 PM Jul 10, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের ধাক্কায় বন্ধ স্কুল-কলেজ। অনলাইনেই চলছে পড়াশোনা। ধাক্কা খেয়েছে পরীক্ষাব্যবস্থাও। পড়ুয়াদের কথা মাথায় রেখেই ২০২২ সালের ICSE দশম এবং ISC দ্বাদশ পরীক্ষার সিলেবাস কাটছাঁট করল CISCE বোর্ড। কোন কোন বিষয়ের সিলেবাস কমানো হয়েছে তার বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

Advertisement

কোভিড-১৯ (COVID-19) সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় চলতি বছরের ICSE ও ISC পরীক্ষা বাতিল হয়েছে। হচ্ছে না একাধিক বোর্ডের পরীক্ষাও। এদিকে আবার নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের উত্তীর্ণ করা হয়েছে। যাঁরা ২০২২ সালে বোর্ডের পরীক্ষা দেবেন, তাঁদের কথায় মাথায় রেখেই আগেই ইংরেজি ও ভারতীয় ভাষাগুলির সিলেবাস কমানো হয়েছে। এবার অন্যান্যা বিষয়ের সিলেবাসও কাটছাঁট করা হল।

[আরও পড়ুন: হরিদ্বারে হাজার হাজার মানুষের ভিড়! ‘করোনাকে ভয় পাচ্ছি না’, জানাচ্ছেন পুণ্যার্থীরা]

দশম শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য একাধিক বিষয়ের সিলেবাস কমানো হয়েছে। যেমন-

  • ইংরেজি
  • ভারতীয় ভাষা
  • ইতিহাস
  • ভূগোল
  • অঙ্ক
  • পদার্থবিদ্যা
  • রসায়ন
  • অর্থনীতি
  • কর্মাশিয়াল স্টাডিজ
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন
  • ইকোনমিক অ্যাপলিকেশন
  • হোম সায়েন্স
  • শারীরবিদ্যা
  • যোগাভ্যাস
  • এনভায়ারোমেন্ট অ্যাপ্লিকেশন

উপরোক্ত বিষয়গুলির কোন কোন অধ্যায় বাদ পড়েছে, তার বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে ক্লিক করলেই—https://cisce.org/publicationdetail.aspx?id=92

[আরও পড়ুন: ভারতীয় মেধা থাকুক দেশেই, ‘ব্রেন ড্রেন’ আটকাতে নতুন শিক্ষামন্ত্রীকে নির্দেশ মোদির]

দ্বাদশ শ্রেণি ISC পরীক্ষার জন্য একাধিক বিষয়ের সিলেবাস কমানো হয়েছে। যেমন-

  • ইংরেজি
  • ভারতীয় ভাষা
  • ইতিহাস
  • রাষ্ট্রবিজ্ঞান
  • ভূগোল
  • স্যোশিওলোজি
  • সাইকোলজি
  • অর্থনীতি
  • কর্মাস
  • অ্যাকাউন্টস
  • বিজনেস স্টাডিজ
  • কম্পিউটার সায়েন্স
  • এনভায়ারোমেন্ট সায়েন্স
  • বায়ো টেকনোলজি

উপরোক্ত বিষয়গুলির কোন কোন অধ্যায় বাদ পড়েছে, তার বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে ক্লিক করলেই–https://cisce.org/publicationdetail.aspx?id=93

এ প্রসঙ্গে বোর্ডের তরফে জানানো হয়েছে, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই সিলেবাস কাটছাঁট করা হয়েছে। অন্যান্য বিষয়েরও সিলেবাস কাটছাঁট করা হবে। তবে প্রতিটি বিষয়ের গুনমানের উপর নজর রেখেই সিলেবাস কমিয়েছে বোর্ড। স্কুলগুলিকেও চিঠি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে বোর্ড। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement