shono
Advertisement

Breaking News

শান্তি মিছিলে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম কর্মী-সমর্থকদের, উত্তপ্ত সালকিয়া

'রাজ্যে আইনের কোনও শাসন নেই', বললেন বিমান বসু।
Posted: 05:58 PM Apr 10, 2023Updated: 07:14 PM Apr 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বামেদের শান্তি মিছিল ঘিরে ধুন্ধুমার সালকিয়ায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বাম কর্মী-সমর্থকরা। পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ।  রাস্তায় পড়ে যান মহম্মদ সেলিম। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়, “রাজ্যে আইনের কোনও শাসন নেই।”

Advertisement

বামেদের তরফে হাওড়ার সালকিয়া মোড় থেকে পিরখানা মোড় পর্যন্ত শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে সভা করার কথা। সোমবার নির্দিষ্ট সময়ে শুরু হয় মিছিল। নেতৃত্বে ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম। দাবি, অনুমতি থাকা সত্ত্বেও সালকিয়া মোড় থেকে খানিকটা এগোতেই মিছিলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়। এতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতা-কর্মীরা। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বামেরা। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুলিশ ও বাম-কর্মী সমর্থকরা। 

[আরও পড়ুন: বাইক বিক্রির নামে আর্থিক প্রতারণা, পুলিশের জালে মথুরাপুরের যুব বিজেপি নেতা]

অভিযোগ, এরপরই লাঠিচার্জ করে পুলিশ। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তবে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বদ্ধ পরিকর বামেরা। পুলিশের আক্রমণকে প্রতিহত করে  মিছিল এগিয়ে নিয়ে যায় বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “আমরা শান্তি মিছিল করছি। তাতেও পুলিশি বাধা। রাজ্যে কোনও আইনের শাসনই নেই। তবে মিছিল এগোবেই।” মহম্মদ সেলিম বলেন, “রাজ্য চায় না হিন্দু-মুসলিমের মধ্যে মেলবন্ধ হোক। আমরা চেয়েছিলাম সোজা পথে মিছিল করব। মুসলিম এলাকাতেও যাব। মানুষের কাছে একটা ইতিবাচর বার্তা যাবে। কিন্তু রাজ্য তা চায় না। ওরাই উসকানি দিচ্ছে দাঙ্গার।”

[আরও পড়ুন: ‘পার্টি অফিসে প্ল্যানিং, মুঙ্গেরের বন্দুকবাহিনী এনে রামনবমীতে অশান্তি’, ফের বিজেপিকে তোপ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার