শেখর চন্দ, আসানসোল: জ্বালানির মূল্যবৃদ্ধির (Fuel price hike) প্রতিবাদ মিছিলে সংঘর্ষে জড়াল তৃণমূল কর্মীরা। দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের জামুড়িয়া। একপক্ষের অভিযোগ পুরাতন তৃণমূল কর্মীদের বাদ দিয়েই সদ্য সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের নিয়ে মিছিল হচ্ছে। এর প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তাঁরা। অন্যপক্ষের অভিযোগ, দলীয় মিছিলে বহিরাগতদের নিয়ে এসে হামলা চালিয়েছে দলবিরোধী অপর গোষ্ঠী।
রবিবার দুপুরে জামুড়িয়ার এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছিল। জামুরিয়ার আকলপুর ব্রিজ থেকে শুরু হয়েছিল মিছিল। সে প্রতিবাদ মিছিল মণ্ডলপুরে পৌঁছতেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশ বাধা দেয়। অভিযোগ ওঠে, বহিরাগতদের নিয়ে এক নম্বর ব্লক সভাপতি সাধন রায় এই মিছিল করছে। এই মিছিল সম্পর্কে কর্মীরা কিছুই জানে না। এরপর শুরু হয় বচসা। পরে তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে লাঠিসোটা দিয়ে একে অপরের উপর শুরু চড়াও হয়। সেই সময়ই মিছিলে থাকা শেখ সুখলাল মণ্ডলের মাথা ফেটে যায়। মাথায় চারটে সেলাই পড়ে। সুখলালের দাবি, সৌরভ মাজি, মিহির আঢ্য, পিন্টু দত্তরা হামলা চালিয়েছে মিছিলে।
[আরও পড়ুন: মহিলা ভোটেই বাজিমাত তৃণমূলের? বাংলার নির্বাচন নিয়ে চমকপ্রদ তথ্য দিল কমিশন]
অন্যদিকে, মিছিলে ডাক না পাওয়া ব্লক টিএমসিপি সভাপতি পিন্টু দত্তর দাবি, “আমরা শুধু প্রতিবাদ করেছিলাম। মিছিল শেষ হওয়ার পর আমাদের ওপর হামলা চালানো হয়।” তিনি বলেন, “প্রতিবাদীরাও আক্রান্ত হয়েছেন। আমাদেরও মধূসূদন মাজি, মিহির আঢ্যরা গুরুতর আহত হয়েছেন।” ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানার বিশাল জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের তরফেই অভিযোগ দায়ের করা হচ্ছে বলে খবর।