অর্ণব আইচ: দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকা। জখম হলেন এক মহিলা-সহ ২ জন। পুলিশ ঘটনাস্থলে গেলে দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীরা মাঝেরহাট কলোনির বাসিন্দা। বুধবার সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। সেই ঘটনার রেশ ধরেই বৃহস্পতিবার নিউ আলিপুর থানা এলাকায় এক কিশোরীকে কুমন্তব্য করে কয়েকজন যুবক। এতেই নতুন করে শুরু হয় গোলমাল। রাতে এবিষয়ে কলোনির বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করতে যান। অভিযোগ, সেই সময়ই অন্য গোষ্ঠীর লোকেরা গাড়ি করে এসে তাঁদের উপর হামলা চালায়।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৪৪ জন, সংক্রমণের হারে বাড়ছে আতঙ্ক]
এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। অভিযোগ, নিউ আলিপুর থানার কাছেই এক মহিলা-সহ কয়েকজনকে প্রচণ্ড মারধর করে অন্য একটি গোষ্ঠীর লোকেরা। হামলায় মাথা ফাটে মহিলার। আহত হন অন্য এক যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা।
[আরও পড়ুন: বাঁকুড়া স্টেশনে থামবে না শ্রমিক স্পেশ্যাল, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামলেন পরিযায়ীরা]
The post দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র নিউ আলিপুর, জখম মহিলা-সহ ২ appeared first on Sangbad Pratidin.