shono
Advertisement

Breaking News

৫টির মধ্যে ৪ বিষয়েই ফেল, ‘প্রশ্ন ভুল’ দাবি করে সটান সুপ্রিম কোর্টে একাদশ শ্রেণির পড়ুয়া

মামলা শুনে হতবাক বিচারপতি।
Posted: 01:53 PM Jul 28, 2023Updated: 01:53 PM Jul 28, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: পাঁচটি পেপারের মধ্যে চারটিতেই ফেল করেছে। তারপরই সোজা সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল একাদশ শ্রেণির এক ছাত্র। তার দাবি, আসলে পরীক্ষায় যা প্রশ্ন করা হয়েছিল সব ভুল। এমন মামলা দেখে একেবারে বিস্মিত হয়ে পড়েন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কউল। আবেদনকারী ছাত্রকে তীব্র ভর্ৎসনা করে তিনি বলেন, এমন মামলার শুনানি করারই প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে মামলাটি খারিজও করে দেন বিচারপতি।

Advertisement

ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, পরীক্ষার প্রশ্ন ভুল এই দাবি জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছিল একাদশ শ্রেণির এক ছাত্র। কিন্তু সেখানে তার আবেদন খারিজ হয়। তাই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই ছাত্র। শীর্ষ আদালতেও ওই পড়ুয়ার একই দাবি। শুক্রবার বিচারপতি কউলের এজলাসে মামলাটি শুনানির জন্য নথিভুক্ত করা হয়। কিন্তু মামলা দেখেই বিরক্ত হয়ে ওঠেন বিচারপতি। তিনি সাফ বলেন, এই ছাত্রের দ্বারা পড়াশোনা হওয়ার নয়।

[আরও পড়ুন: ব্রিকসে সদস্য বাড়ানোর দাবিতে দাদাগিরি চিনের! তীব্র বিরোধিতা ভারত ও ব্রাজিলের]

শুনানি শুরুর আগেই মামলা খারিজ করেন বিচারপতি। তিনি বলেন, “এটা কেমন ঘটনা? আসলে কিছুজনের দ্বারা পড়াশোনাটা হওয়ারই নয়। এই ছেলেটি ৫টা বিষয়ের মধ্যে ৪টেতেই ফেল করেছে। তার পরেও তুমি গোটা পরীক্ষা ব্যবস্থাকে প্রশ্ন করবে? পরীক্ষার প্রশ্ন, পরীক্ষক, কীভাবে প্রশ্ন করা হবে-সমস্ত কিছুরই বিরোধিতা করা হচ্ছে।” এমন মামলার শুনানির কোনও প্রয়োজন নেই বলেই জানিয়ে দেন বিচারপতি। তাঁর মতে, সুপ্রিম কোর্ট মোটেই এমন মামলা শুনবে না। পাঁচটির মধ্যে চারটি বিষয়ে ফেল করা ছাত্র যদি বোর্ডকে দোষারোপ করে আরজি দায়ের করে, সেই মামলার শুনানি নিষ্প্রোয়জন।

[আরও পড়ুন: ‘ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম, আপনি তেমনটাই করছেন’, মোদিকে নয়া তির তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার