সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বর মহম্মদকে (Prophet Remarks Row) নিয়ে তাঁর মন্তব্যে দেশে বিদেশে সৃষ্টি হয়েছিল অশান্তি। বিজেপির সেই প্রাক্তন মুখপাত্র নুপূর শর্মাকে খুনের ছক কষার অভিযোগে গুজরাটে (Gujrat) গ্রেপ্তার মৌলবী আবু বকর টিমল। কেবল নুপূরই নয়, হিন্দু সনাতন সংঘের জাতীয় সভাপতি উপদেশ রানা, হায়দরাবাদের বিধায়ক বিজেপি নেতা রাজা সিং ও এক হিন্দি নিউজ চ্যানেলের এডিটর-ইন-চিফ সুরেশ চভঙ্কেকে খুনের ছক কষার অভিযোগও রয়েছে ২৭ বছর বয়সি অভিযুক্তের বিরুদ্ধে। পাশাপাশি নির্বাচনের সময় দাঙ্গা বাঁধানোরও পরিকল্পনা ছিল অভিযুক্তর, দাবি পুলিশের।
একটি সুতো কারখানার ম্যানেজারের পদে ছিলেন অভিযুক্ত। সেই সঙ্গে মুসলিম শিশুদের ইসলাম শিক্ষা দেওয়ার প্রাইভেট টিউশনও করতেন তিনি। পুলিশ জানতে পারে, তিনি কোনও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মীয় বিভাজনমূলক পোস্ট করছেন এবং দাঙ্গা বাঁধানোর উসকানি দিচ্ছেন। খবর আসতেই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত।
তদন্তকারীদের দাবি, টিমলের মোবাইল চ্যাট খতিয়ে দেখে তাঁরা জানতে পারেন পাকিস্তান ও নেপালের দুই নাগরিকের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। উপদেশ রানাকে মারার জন্য ১ কোটি টাকা সুপারি ও অস্ত্রশস্ত্র জোগান দেওয়ার প্রস্তাবও দিতে দেখা যায় তাঁকে। পুলিশ জানিয়েছে, উপদেশই টিমলের প্রথম 'টার্গেট' ছিলেন। পরে দেখা যায় নুপূর-সহ আরও তিনজন রয়েছে সেই তালিকায়। সেই সঙ্গে চ্যাট থেকে জানা যাচ্ছে, ভোটের সময় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোরও ছক কষছিলেন তিনি। আরও কাউকে খুনের ছক কষা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কুরসি পেয়েও মনমোহনকে দিয়ে দেন সোনিয়া! আত্মত্যাগ নাকি রাজনৈতিক চাল?]
প্রসঙ্গত, ২০২২ সালে নূপুর শর্মাকে (Nupur Sharma) ৬ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় বিজেপি। তাঁকে সমর্থন করার জন্য নবীন জিন্দলকেও সাসপেন্ড করে দেওয়া হয়। প্রাথমিক সদস্যপদ বাতিল হয় তাঁদের। যদিও এর পর বিতর্কের আঁচ নেভেনি। দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ-প্রতিবাদ। বিতর্ক ছড়ায় আরব দেশগুলিতেও।