shono
Advertisement

Breaking News

হুইলচেয়ারে বসেছিলেন বৃদ্ধ রোগী, পদযাত্রা থামিয়ে চিকিৎসার ব্যবস্থা ‘ত্রাতা’ মমতার

হুইলচেয়ার বসে বৃদ্ধ। শ্বাসকষ্ট রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য বেশ কিছুক্ষণ রাস্তার পাশে অপেক্ষা করতে হয় ওই বৃদ্ধকে। নজর যেতেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধর চিকিৎসা শুরু হওয়ার পরই ফের শুরু হয় পদযাত্রা। মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধের পরিবারের লোকজন।
Posted: 07:22 PM Jan 31, 2024Updated: 07:36 PM Jan 31, 2024

বাবুল হক, মালদহ: হুইলচেয়ার বসে বৃদ্ধ। শ্বাসকষ্ট রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য বেশ কিছুক্ষণ রাস্তার পাশে অপেক্ষা করতে হয় ওই বৃদ্ধকে। নজর যেতেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধর চিকিৎসা শুরু হওয়ার পরই ফের শুরু হয় পদযাত্রা। মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধের পরিবারের লোকজন।

Advertisement

বছর চুরাশির বীরা প্রসাদ, মালদহের গাজোলের সদরঘাটের বাসিন্দা। হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসা করাতে বুধবার সকালে মালদহ শহরে আসেন ওই ব্যক্তি। পরিবারের দাবি, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য হাসপাতালে যাওয়ার পথে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। পদযাত্রার সময় হুইলচেয়ারে ওই বৃদ্ধকে দেখতে পান মুখ্যমন্ত্রী। শারীরিক সমস্যা নিয়ে বৃদ্ধের সঙ্গে মমতা নিজে কথা বলেন।

[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]

তড়িঘড়ি বৃদ্ধের চিকিৎসার বন্দোবস্ত করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সিসিইউতে ভর্তি বৃদ্ধ। তাঁর চিকিৎসা শুরু না হওয়া পর্যন্ত পদযাত্রা বন্ধ রাখেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধ হাসপাতালে ভর্তি হওয়ার পর ফের পদযাত্রা শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধের পরিবারের লোকজন। বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ইকবাল হোসেন বলেন, “মুখ্যমন্ত্রী আজ যা করলেন একজন চিকিৎসক হিসেবে আমি অনুপ্রাণিত।”

[আরও পড়ুন: কাজের অভাব নেই! অভিশপ্ত টানেলে কাজে ফেরা মানিকদের ঘরে ফেরার ডাক মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার