shono
Advertisement

Breaking News

Santosh Trophy

সন্তোষ ট্রফি চাম্পিয়ন বাংলা দলকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা টুটু বোসেরও

মঙ্গলবার ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায় বাংলা।
Published By: Kishore GhoshPosted: 11:16 PM Dec 31, 2024Updated: 11:22 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয় বছর পর অসন্তোষ কাটল। ফুটবলে ভারতসেরা হল বাংলা। রবি হাঁসদার গোলে ফাইনালে কেরলকে হারিয়ে সন্তোষ ট্রফি চাম্পিয়ন হল সঞ্জয় সেনের দল। গর্বের এই জয়ে খেলোয়াড়, কোচ-সহ বাংলা ফুটবল দলের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সাফল্যে সকলকে শুভেচ্ছা জানালেন মোহনবাগান সভাপতি স্বপনসাধন (টুটু) বোসও।

Advertisement

মঙ্গলবার রাতে জয়ের খবর পাওয়ামাত্র ফেসবুকে ইংরাজিতে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতিক্ষার অবসানের কথা উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, "...রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টে সর্বাধিক ১৩টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকু মান্ডি, পুরো দল, ম্যানেজমেন্ট, কোচিং এবং ট্রেনিং স্টাফদেরও। বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসাবে জ্বলজ্বল করছে। সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে!"

মঙ্গলবারের ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছা জানান মোহনবাগান সভাপতি টুটু বোস। তিনি লেখেন, "এই জয় বাংলা ফুটবলকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে। দুর্ধর্ষ জয়ের জন্য বাংলা টিম আর কোচ সঞ্জয় সেনকে অনেক শুভেচ্ছা। কোচ হিসাবে সঞ্জয় সেন কতটা ভালো সেটা আবার প্রমাণ হয়ে গেল। দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। গত সাত বছর পর চ্যাম্পিয়ন হয়ে বাংলা আবার ভারত সেরা। অভিনন্দন আইএফএ সচিব অনির্বাণ দত্তকেও। টিম এফোর্টের জয়। জেলার ফুটবলারদের আরও উদ্বুব্ধ করবে।"

উল্লেখ্য, মঙ্গলবার ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায় সঞ্জয় সেনের ছেলেরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেন রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২ গোল করে ইতিহাস গড়লেন তিনি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার রাতে জয়ের খবর পাওয়ামাত্র ফেসবুকে ইংরাজিতে একটি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় শুভেচ্ছা জানান মোহনবাগান সভাপতি।
Advertisement