shono
Advertisement
Mohun Bagan

ভারতসেরা বাংলা, সন্তোষজয়ী রবিদের সংবর্ধনা দেবে মোহনবাগান

মোহনবাগান সচিব ফোন করে কথা বলেছেন বাংলা কোচ সঞ্জয় সেনের সঙ্গেও।
Published By: Anwesha AdhikaryPosted: 04:39 PM Jan 03, 2025Updated: 04:39 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দিতে চলেছে মোহনবাগান। বৃহস্পতিবার মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আইএফএ সচিব অনির্বাণ দত্তকে ফোন করে জানান, ১৮ জানুয়ারি তাঁরা নিজেদের মাঠে বাংলা দলকে সংবর্ধনা জানাতে চান। শুধু আইএফএ সচিবই নয়, মোহনবাগান সচিব ফোন করে কথা বলেছেন বাংলা কোচ সঞ্জয় সেনের সঙ্গেও।

Advertisement

বৃহস্পতিবার দেবাশিস দত্ত বলেন, "১৮ জানুয়ারি আমাদের ক্লাবের বার্ষিক সাধারণ সভা রয়েছে। বার্ষিক সাধারণ সভার পরে ক্লাব সদস্যদের উপস্থিতিতেই বাংলা দলকে সংবর্ধনা দিতে চাই। এই নিয়ে আমার আইএফএ সচিবের সঙ্গে কথা হয়েছে।" মোহনবাগান সচিবের ফোনের বিষয়টি আইএফএ সচিবও স্বীকার করেছেন। মোহনবাগানের পাশাপাশি আইএফএ- ও সন্তোষজয়ীদের জমকালো সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন অনির্বাণ দত্ত।

উল্লেখ্য, ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। বৃহস্পতিবার সন্তোষজয়ী দলকে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন। ট্রফিজয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা বলেন তিনি। ট্রফিজয়ী স্কোয়াডের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। দলের প্রত্যেক সদস্যের হাতে রাজ্য সরকারের তরফে বিশেষ উপহার দেওয়া হয়। 

প্রসঙ্গত, মঙ্গলবারের ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাকে শুভেচ্ছা জানান মোহনবাগান সভাপতি টুটু বোস। তিনি বলেন, “এই জয় বাংলা ফুটবলকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে। দুর্ধর্ষ জয়ের জন্য বাংলা টিম আর কোচ সঞ্জয় সেনকে অনেক শুভেচ্ছা। কোচ হিসাবে সঞ্জয় সেন কতটা ভালো সেটা আবার প্রমাণ হয়ে গেল। দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে।" এবার সন্তোষজয়ীদের বিশেষ সংবর্ধনাও দিতে চলেছে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোহনবাগানের পাশাপাশি আইএফএ- ও সন্তোষজয়ীদের জমকালো সংবর্ধনা দেবে বলে জানিয়েছেন অনির্বাণ দত্ত।
  • ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা। বৃহস্পতিবার সন্তোষজয়ী দলকে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মঙ্গলবারের ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাকে শুভেচ্ছা জানান মোহনবাগান সভাপতি টুটু বোস।
Advertisement