সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা রাখলেন। অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৮ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করল রাজ্য সরকার। অন্তর্বর্তীকালীন ভাতা বা ইন্টারিম রিলিফ দেওয়ার ঘোষণা হল ১০ শতাংশ৷ যা ডিএ-র প্রায় ৭ শতাংশ৷ ২০১৯-এর পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই নয়া ডিএ৷ মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
মঙ্গলবার ঘোষণার সময় মুখ্যমন্ত্রী জানান, ২ লাখ ৩০ হাজার কোটি টাকার ঋণ শোধ করতে হচ্ছে সরকারকে৷ খুব খারাপ আর্থিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷ তাও সরকারি কর্মচারীদের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার ৯০ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হল। তুলনায় বাম জমানায় মেটানো হয়েছিল মাত্র ৩৫ শতাংশ৷ এদিন অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, গত সাত বছরে ডিএ বাবদ রাজ্য সরকারের খরচ হয়েছে মোট ২৭০০ কোটি টাকা৷ নতুন করে মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ায় সরকারের খরচ বাড়ল ৫০০০ কোটি টাকা৷
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র বিপুল পার্থক্য নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে৷ এমনকি কলকাতা হাই কোর্টের কাছেও ভর্ৎসনা শুনতে হয়েছে রাজ্য সরকারকে৷ কিন্তু সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছিল সঠিক সময়ে ঘোষণা করা হবে৷ মঙ্গলবারের এই ঘোষণার পর শিক্ষক, অশিক্ষক-সহ সকল প্রকার রাজ্য সরকারি কর্মচারীরা এর সুবিধা পাবেন বলে জানা গিয়েছে৷
The post রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ১৮ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.