shono
Advertisement

‘রাজভবনে ডেকে চা খাওয়ান, টাকা কিন্তু আমরাই দিই’, ‘অর্থ’ নিয়ে কটাক্ষ মমতার

'অকাজ বেশি হচ্ছে', রাজভবনকে খোঁচা মুখ্যমন্ত্রীর।
Posted: 02:49 PM Sep 05, 2023Updated: 02:52 PM Sep 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক দিবসে (Teachers’ Day) রাজ্যে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফের মাথাচাড়া দিয়ে উঠল রাজ্য-রাজভবন সংঘাত। আজকের দিনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ইস্যুকে সামনে এনে আচার্য তথা রাজ্যপালের প্রতি একাধিক বার্তা দিতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে রাজভবনের ‘অতি-সক্রিয়তা’র অভিযোগ তুলে আর্থিক বিষয়টি নিয়েও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”এই যে মাঝেমধ্যে কেরল থেকে অতিথি এনে রাজভবনে চা খাওয়ান, সেই টাকাও আমরা দিই।” যদি রাজ্যের শিক্ষাক্ষেত্রে বেশি হস্তক্ষেপ করা হয়, তাহলে রাজভবনের সামনেই ধরনা করবেন বলে হুঁশিয়ারি দিলেন তিনি।

Advertisement

রাজ্য-রাজভবন সংঘাত নতুন নয়। একাধিক ইস্যুতে বারবারই রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের মতানৈক্য হয়েছে। জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) রাজ্যপাল থাকাকালীন এই সংঘাতে প্রায় প্রতিদিনই নয়া মোড় নিত। তবে রাজ্যের সাংবিধানিক প্রধান বদলের পরও ‘সেই ট্র্যাডিশন সমানে চলিছে।’ কখনও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা, কখনও আবার বিধানসভা থেকে পাঠানো বিল আটকে রাখা – এমনই নানা অভিযোগে রাজ্যপালকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রীরা। সাম্প্রতিকতম বিষয়টি হল একক সিদ্ধান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ।

[আরও পড়ুন: ‘রাহুল উত্তর ভারতের পাপ্পু, স্ট্যালিন দক্ষিণের’, সনাতন ধর্ম মন্তব্যে তোপ বিজেপি নেতার]

মঙ্গলবার শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রসঙ্গেই রাজ্যপালের উদ্দেশে কড়া বার্তা দিলেন। তাঁর কথায়, ”রাজভবনের যাঁরা কর্মী, তাঁদের বেতন রাজ্য সরকারই দেয়। সেক্ষেত্রে আর্থিক অবরোধের পথে যেতে বাধ্য হব।” মুখ্যমন্ত্রীর আরও কটাক্ষ, ”রোজ নাচাগানা হচ্ছে। কখনও কখনও বাইরে থেকে লোকজন ডেকে এনে, হয়ত অন্য রাজ্যের কোনও প্রাক্তন ডিজিকে ডেকে এনে অনুষ্ঠান হচ্ছে। যা ইচ্ছে করছে, অকাজের কাজ বেশি হচ্ছে। এই যে মাঝেমধ্যে চা খাওয়ানো হয়, সেই টাকা কে দেয়? রাজ্যই তো দেয়। সব বন্ধ হয়ে যাবে।” মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য প্রায় বেনজির আক্রমণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, ওড়িশায় রহস্যমৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement