shono
Advertisement

নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আদিবাসী নৃত্য মুখ্যমন্ত্রীর, বাজালেন ধামসাও

অনুষ্ঠান মঞ্চে রাষ্ট্রপতির হাতে বিশেষ উপহারও তুলে দেন মমতা।
Posted: 06:10 PM Mar 27, 2023Updated: 08:00 PM Mar 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সংবর্ধনা অনুষ্ঠানে ধামসা-মাদলের তালে পা মেলালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে রাষ্ট্রপতির হাতে তুলে দেন বিশেষ উপহারও।

Advertisement

রাষ্ট্রপতি হওয়ার পর সোমবারই প্রথমবার বাংলায় পা রাখেন দ্রৌপদী মুর্মু। নেতাজি ভবন ঘুরে এদিন বিকেল তিনি পৌঁছে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই রাষ্ট্রপতির সামনে নৃত্য পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা। তবে তাঁরা একা নন, নৃত্যশিল্পীদের হাত ধরে ধামসা মাদলের তালে পা মেলান মুখ্যমন্ত্রীও। এমনকী ধামসাও বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। মঞ্চে বসে মুখ্যমন্ত্রীর এহেন অভিনব আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।

[আরও পড়ুন: DA আন্দোলনের মাঝেই সুখবর! রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা, পেনশন বৃদ্ধি নবান্নের]

পূর্বনির্ধারিত কর্মসূচি মেনেই এদিন রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার জন্য সেজে উঠেছিল নেতাজি ইন্ডোর। রাষ্ট্রপতি মুর্মুর (Draupadi Murmu) হাতে দুর্গামূর্তি তুলে দেন মুখ্যমন্ত্রী। দেওয়া হয় পুরুলিয়ার বিখ্যাত ছৌয়ের মুখও। এরপর একে একে রাষ্ট্রপতিকে স্মারক দিয়ে সম্মান জানান বিশিষ্টরা।

এদিন নিজের বক্তব্য পেশ করতে এসে রাষ্ট্রপতির কাছে মমতা আরজি জানান, যেন দেশবাসীর সাংবিধানিক অধিকার রক্ষা করা হয়। এরই পাশাপাশি রাজ্যের উন্নতি, সম্মান প্রাপ্তির খতিয়ান তুলে ধরেন। বাংলা যে এখন মডেল, সে কথা মনে করিয়ে দিতেও ভোলেননি তিনি। শুধু কেন্দ্র নয়, আন্তর্জাতিক মঞ্চেও সম্মান পেয়েছে বাংলার একাধিক প্রকল্প। এদিনের মঞ্চে সংক্ষেপে সে কথা তুলে ধরেন মমতা।

[আরও পড়ুন: ‘সাংবিধানিক অধিকার রক্ষা করুন, দেশকে বাঁচান’, রাষ্ট্রপতিকে কাছে পেয়ে আরজি মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement