shono
Advertisement

‘ওঁর নিরাপত্তা নিয়ে চিন্তা, সাবধানে থাকতে বলেছি’, সলমনকে নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

সলমনের অনুষ্ঠান ঘিরে বিশাল নিরাপত্তা, মোতায়েন ৩ হাজার পুলিশ।
Posted: 06:33 PM May 13, 2023Updated: 06:33 PM May 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুমকি ছিল ঢের। কখনও উড়ো চিঠি, কখনও ফোন। কখনও আবার বাড়ি লক্ষ্য করে হামলা। এসবের নেপথ্যে কুখ্যাত বিষ্ণোই গ্যাংকে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ। বিপদ বুঝে নিজের নিরাপত্তাও বাড়িয়ে দিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’। তবে তারপরও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সমস্ত হুমকি উপেক্ষা করে কলকাতায় এসেছেন সলমন খান (Salman Khan)। শনিবার সন্ধেয় ইস্টবেঙ্গল তাঁবুতে জমকালো অনুষ্ঠান। ‘ভাইজান’-এর সঙ্গী আরও দুই বলি তারকা – জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা। ‘দাবাং ট্যুরে’ সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এবার অনুষ্ঠান কলকাতায়। আর এখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সলমন। শনিবার বিকেলে কালীঘাটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে যান তিনি। বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে সলমন খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Advertisement

বিকেল ৪টের একটু পরে কালীঘাটের (Kalighat)বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সলমন। প্রায় আধঘণ্টা চলে আলাপচারিতা পর্ব। ‘ভাইজান’কে মিষ্টি-সহ একাধিক উপহার তুলে দেন ‘দিদি’। শোনা গিয়েছে, সলমনকে আনতে পাঁচতারা হোটেলে গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই গাড়িতে যাতায়াত করেছেন ‘ভাইজান’।

[আরও পড়ুন: মেদিনীপুর মেডিক্যালে ‘আত্মঘাতী’ জেলবন্দি, দুই জেলরক্ষীকে শোকজ]

তিনি ফিরে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান, ”আজ সলমন এল। ওকে কাছে পেয়ে ভাল লেগেছে আমাদের সকলের। তবে ওঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। শুনেছি নানারকম থ্রেট আছে। ওঁকে বলেছি, সাবধানে থাকতে।” জানা গিয়েছে, ‘ভাইজান’-এর কলকাতা সফর ঘিরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা তো রয়েছেই, এছাড়া ইস্টবেঙ্গল তাঁবুকে কলকাতা পুলিশ কার্যত আঁটসাঁট নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে। ৩ হাজার পুলিশ মোতায়েন সেখানে।

[আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত, ফাঁকিবাজদের তৃণমূলে ঠাঁই নেই, অনুব্রতহীন বীরভূমে বার্তা অভিষেকের]

প্রসঙ্গত, গত বছর থেকেই গ্যাংস্টারদের টার্গেট বলিউডের ‘দাবাং খান’। একাধিকবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ তদন্তে নেমে লরেন্স বিষ্ণোই (Lorence Bishnoi)গ্যাংকে চিহ্নিত করে পুলিশ। তারপর থেকে বলিউড স্টারের নিরাপত্তা বাড়ানো হয়। তাই বিশাল নিরাপত্তারক্ষী সঙ্গে নিয়েই কলকাতায় এসেছেন সলমন খান। এসব শোনার পর উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement