shono
Advertisement

Breaking News

WB Budget 2021: দলিল রেজিস্ট্রেশনে খরচ কমছে ১০ শতাংশ, বিশেষ ছাড় স্ট্যাম্প ডিউটিতে

নতুন কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জোর রাজ্য সরকারের। 
Posted: 02:27 PM Jul 07, 2021Updated: 04:02 PM Jul 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তার পর এই প্রথমবার বাজেট (WB Budget 2021) পেশ করছে রাজ্য সরকার। নতুন  কোন প্রকল্প চালু করল সরকার, কোন প্রকল্পেই বা বাড়ল বরাদ্দ? রইল রাজ্য বাজেটের  সেই সমস্ত খুঁটিনাটি এক ঝলকে। 

Advertisement

  • অসুস্থ অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেট পড়ছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
  • বাজেটে নতুন চার প্রকল্পের উল্লেখ। 
  • জিডিপিতে ১.১২ শতাংশ বৃদ্ধি।
  • কোভিড পরিস্থিতিতে জমি-বাড়ি কেনাবেচার ক্ষেত্রে বড় ছাড়ের প্রস্তাব রাজ্যের।  একদিকে দলিল রেজিস্ট্রেশনে খরচ ১০ শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তেমনই একাধিক ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে (Stump Duty) ২ শতাংশ ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে।।
  • কোভিড পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে পরিবহণ ক্ষেত্র। সে কথা মাথায় রেখে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত  রোড ট্যাক্স এবং অতিরিক্ত কর মকুবের প্রস্তাব দেওয়া হল।
  •  মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা বাজেটে। 
  • নতুন কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জোর রাজ্য সরকারের। 

[আরও পড়ুন: শোকার্ত মুকুল রায়ের বাড়িতে ‘বেসুরো’ রাজীব, তুঙ্গে রাজনৈতিক জল্পনা]

  • আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান তৈরি করার প্রস্তাব। 
  • কোভিড টিকাকরণের ক্ষেত্রে দেশে একনম্বর রাজ্য। দাবি বাজেট প্রস্তাবে।
  • চলতি অর্থবর্ষের (২০২১-২০২২) জন্য ৩,০৮,৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।  ব্যয় বরাদ্দ বাড়ল।
  •  কৃষকদের বার্ষিক ১০ হাজার সহায়তা প্রদান। 
  • রাজ্য বাজেটে সামাজিক ব্যয় বৃদ্ধি করা হল।
  • দুয়ারে রেশন প্রকল্পে ব্যয় বরাদ্দ করা হল।
  • মহিলা ও শিশু কল্যাণ খাতে ব্যয় বৃদ্ধি।  লক্ষ্মীভাণ্ডার প্রকল্প দ্রুত চালু হবে। 
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ডের খাতেও বরাদ্দ হল অর্থ।

[আরও পড়ুন: মানবিকতার নজির, ৬ দিন ধরে নিখোঁজ প্রৌঢ়াকে ঘরে ফেরালেন চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার