ক্ষীরোদ ভট্টাচার্য: মুখ্যমন্ত্রীর পায়ে মারাত্মক যন্ত্রণা। রক্তে কম সোডিয়ামের মাত্রাও। সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানাল এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আরও কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে ইতিমধ্যে মমতার ৮ রকমের রক্ত পরীক্ষা করা হয়েছে বলেও খবর।
মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রাখার জন্য ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে এসএসকেএম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তাঁরা মমতার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করছেন। এদিন দুপুরের মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন, মমতার বাঁ পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ইতিমধ্যে প্লাস্টার করা হয়েছে। তবে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তাঁর পায়ে। তাই আরও কয়েকদিন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
[আরও পড়ুন : বাঁ-পায়ের গোড়ালিতে চিড়, রয়েছে শ্বাসকষ্ট, এসএসকেএমে ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবেন মুখ্যমন্ত্রী]
মেডিক্যাল বুলেটিনে আরও জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর মাথাব্যথা রয়েছে। বুকেও ব্যথা রয়েছে তাঁর। এগুলি ‘পোস্ট ট্রমাটিক এফেক্ট’ কি না তা জানতে লাগাতার নানান পরীক্ষা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে এমআরআই, সিটি স্ক্যান করা হয়েছে তাঁর। আরও কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা করা হতে পারে মুখ্যমন্ত্রীর। জানিয়েছেন এসএসকেএম-এর অধিকর্তা মনোময় বন্দ্যোপাধ্যায়। অ্যান্টিবায়োটিক চলছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
হাসপাতাল সূত্রের খবর, আজ আবার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করবেন। মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ সদস্যের দল গঠিত হয়েছে। এসএসকেএমের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় ছাড়াও তিন বিভাগীয় প্রধান ও আরও পাঁচ বিশেষজ্ঞ রয়েছেন মেডিক্যাল বোর্ডে। রাখা হয়েছে অর্থোপেডিক, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, এন্ডোক্রিনোলজি, জেনারেল মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞদের। আজ দিনভর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন চিকিৎসকরা। করা হবে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। তারপর পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।
[আরও পড়ুন : বাঁ-পায়ের গোড়ালিতে চিড়, রয়েছে শ্বাসকষ্ট, এসএসকেএমে ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবেন মুখ্যমন্ত্রী]