shono
Advertisement
Mamata Banerjee

১০ দফার আট দফা দাবি মুখ্যমন্ত্রীকে শোনালেন জুনিয়ররা, কী জবাব মমতার?

মুখ্যসচিব মনোজ পন্থের মাধ্যমে ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন মুখ্যমন্ত্রী।
Published By: Paramita PaulPosted: 08:18 PM Oct 19, 2024Updated: 08:28 PM Oct 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। শনিবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের ফোন মারফত সেই সমস্ত দাবি শুনলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ৯ দফা দাবির সঙ্গে সহমত তিনি। তবে দাবিপূরণে সময় লাগবে। কোন দাবি শুনে কী বললেন মুখ্যমন্ত্রী?

Advertisement

শনিবার আন্দোলন মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। মুখ্যসচিব মনোজ পন্থের মাধ্যমে ফোনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা বলেন মুখ্যমন্ত্রী। ফোনে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে দশ দফা দাবি শুনতে চান তিনি। তবে আট দফা দাবি শোনান জুনিয়ররা। দ্রুত ও স্বচ্ছ বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, রেফারেল ব্যবস্থা, ফাঁকা বেডের খতিয়ান, হাসপাতাল সিভিক ভলান্টিয়ার নিয়োগে আপত্তি, ছাত্র সংসদ নির্বাচনের মতো আট দফা দাবির কথা উল্লেখ করেন আন্দোলনকারীরা। বাকি দুদফা দাবি বৈঠকের টেবিলে বলবেন বলেই জানান চিকিৎসকরা।

প্রথম দাবি, অভয়া কাণ্ডে দ্রুত ও স্বচ্ছ বিচার।
মুখ্যমন্ত্রী জানালেন, তদন্ত চলছে। সিবিআই দেখছে।

দ্বিতীয় দাবি, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ।
মুখ্যমন্ত্রী: একটা পরিবার থেকে সবাইকে সরানো যায় না। কাকে দায়িত্ব থেকে সরানো হবে তা আপনারা ঠিক করতে পারেন না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে আমাকে জানান। আমি অবশ্য়ই তা খতিয়ে দেখব। কিন্তু এভাবে কাউকে সরানো যায় না।

তৃতীয় দাবি, কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু।
মুখ্যমন্ত্রী: পাইলট প্রজেক্ট শুরু হয়েছে।

চতুর্থ দাবি, কেন্দ্রীয়ভাবে সব হাসপাতালের ফাঁকা বেডের খতিয়ান দেওয়া।
মুখ্যমন্ত্রী: পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে। আমাদের সব হাসপাতালেই এটা নিয়ে কাজ করছি।

পঞ্চম দাবি, হাসপাতাল সিভিক ভলান্টিয়ার নিয়োগে আপত্তি।
মুখ্যমন্ত্রী: সিভিক ভলান্টিয়ারের বদলে রাজ্য সরকারি হাসপাতালগুলিতে পুলিশ মোতায়েনের ক্ষেত্রে মূল বাধা ওবিসি কাঁটা। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। আমিও চাই দ্রুত নিয়োগ করতে।

ষষ্ঠ দাবি, ছাত্র সংসদ নির্বাচন।
মুখ্যমন্ত্রী: পরের বার সব মেডিক্যাল কলেজে একেবারে ভোট হোক আমি চাই। সামনে কালীপুজো, ভাইফোঁটা আছে। তোমাদের পরীক্ষা আছে। ৩-৪ মাস সময় দাও, করিয়ে দেব। এটা নিয়েও আদালতে মামলা করেছে কেউ। আদালত আমার হাতে নেই।

সপ্তম দাবি, হাসপাতালে শূন্যপদে নিয়োগ।
মুখ্যমন্ত্রী: সরকারের নিজস্ব নীতি তো থাকে কিছু। সময় লাগবে।

অষ্টম দাবি, ভয়ের রাজনীতিকদের শাস্তি।
মুখ্যমন্ত্রী: রাজ্য কমিটি তৈরি হয়েছে। তদন্ত চলছে।

আট দফা দাবির কথা উল্লেখ করেন আন্দোলনকারীরা। বাকি দুদফা দাবি বৈঠকের টেবিলে বলবেন বলেই জানান চিকিৎসকরা। দুপুরে দীর্ঘ আলোচনার পর সন্ধেয় জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন মুখ্যসচিব। ১০ দফা দাবিতে রাজ্যের অবস্থান জানিয়ে আন্দোলনকারীদের ১০ প্রতিনিধিকে নবান্নের বৈঠকে ডাকলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা।
  • শনিবার মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের ফোন মারফত সেই সমস্ত দাবি শুনলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জানালেন, ৯ দফা দাবির সঙ্গে সহমত তিনি।
Advertisement