মলয় কুণ্ডু: ইউক্রেনে (Ukraine Crisis) আটকে রাজ্যের বহু পড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাঁদের পরিবার। সেই সমস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। দিল্লি বা মুম্বই বিমানবন্দর থেকে কলকাতায় ফেরার জন্য বিমানের টিকিট দেবে রাজ্য সরকার। যার জন্য ইউক্রেন ফেরতদের একটি পয়সাও খরচ করতে হবে না। পাশাপাশি, বিমানবন্দরে থাকবে রাজ্যের প্রতিনিধিরা যাঁরা ওই পড়ুয়াদের সাহায্য করবে। শনিবার টুইট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
বাংলার কতজন পড়ুয়া আটকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (Ukraine Russia War)? জেলা থেকে সেই তথ্য সংগ্রহ করে কেন্দ্রের কাছে তালিকা পাঠাতে হচ্ছে রাজ্যকে। সেই তথ্য সংগ্রহের জন্য নবান্নে কন্ট্রোল রুম খুলেছে সরকার। সেখানে যা তথ্য জমা পড়েছে তাতে দেখা যাচ্ছে, এখনও অবধি রাজ্যের ১৯৯ জনের তথ্য মিলেছে যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন। দ্রুত তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে রাজ্য। এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে কূটনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান, ভারতের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া]
এদিন মমতা আরও জানান, “আজই কিছু পড়ুয়া দিল্লি ও মুম্বই বিমানবন্দরে এসে পৌঁচছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য সরকার। ওই পড়ুয়ারা যাতে নিরাপদে নিজের শহরে ফিরে যেতে পারে সেদিকে নজর রাখছে সরকার। দিল্লি ও মুম্বই থেকে ওই পড়ুয়াদের কলকাতায় ফেরার জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হবে। কলকাতা বিমানবন্দর থেকে নিখরচায় তাঁদের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে।” তিনি আরও জানান, কলকাতা বিমানবন্দরে রাজ্যের তরফে বিশেষ প্রতিনিধি দল রাখা হয়েছে। যাঁরা গোটা প্রক্রিয়ায় পড়ুয়াদের সাহায্য করবে।
প্রসঙ্গত, বাংলার পড়ুয়াদের একটা বড় অংশ আটকে পড়েছেন ইউক্রেনে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। দায়িত্বে সিনিয়র আইএএস অফিসার ও ডব্লুবিসিএস অফিসাররা। যোগাযোগের জন্য চালু করা হচ্ছে দুটি নম্বর, ২২১৪৩৫২৬ ও ১০৭০।