shono
Advertisement
BGBS 2025

এবার BGBS-এ সিনেমা-পর্যটনে অধিক গুরুত্ব! কোন দপ্তরে কত বিনিয়োগ? তালিকা চাইল নবান্ন

আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের রাজ্যের কাছে জমা দিতে বলা হয়েছে।
Published By: Paramita PaulPosted: 09:44 AM Jan 09, 2025Updated: 09:44 AM Jan 09, 2025

নব্যেন্দু হাজরা: আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন (বিজিবিএস)। তারই প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে হল উচ্চপর্যায়ের বৈঠক। কোন দপ্তরে কত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে কোন দপ্তর কী ধরনের সমঝোতা (মৌ) স্বাক্ষর করতে পারে তার বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের রাজ্যের কাছে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

পাশাপাশি দুদিনের অনুষ্ঠানে বক্তা তালিকায় কে কে থাকবেন, কোন কোন ইভেন্ট হবে, সেই সময়সূচিও ঠিক করতে বলা হয়েছে। বুধবার নবান্নে অমিত মিত্রের উপস্থিতিতে বৈঠক হয়। ছিলেন মুখ‌্যসচিব মনোজ পন্থ–সহ অন‌্যান‌্য দপ্তরের সচিবরা। এছাড়াও একাধিক শিল্পপতি। এতদিন ধরে রাজ্যে যে বিনিয়োগ প্রস্তাবগুলি এসেছে, সেগুলি বাস্তবায়নের বাস্তব পরিস্থিতি কী সেগুলো সব তালিকা আকারে সরকারকে জানাতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের।

গতবার বাণিজ‌্য সম্মেলনে এমএসএমই বা ক্ষুদ্র ও কুটির শিল্পকে সামনে রেখেছিল সরকার। এ বার সামগ্রিক ভাবে সব ধরনের শিল্পের উপরেই জোর দেওয়া হচ্ছে। তবে পর্যটন এবং সিনেমাক্ষেত্রকে বিশেষ ভাবে নজরে রাখা হচ্ছে। আগেই স্বাস্থ্য, শিক্ষা, বড় শিল্প, উৎপাদন ক্ষেত্র, বিদ্যুৎ, পরিবহণ, পরিকাঠামো, পর্যটন, সিনেমা ইত্যাদি ক্ষেত্রগুলিতে একেকটি করে কমিটি গড়ে দেওয়া হয়েছিল। এদিনের বৈঠকে সেই কমিটিগুলোর থেকে রিপোর্ট নেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন (বিজিবিএস)।
  • তারই প্রস্তুতি নিয়ে বুধবার নবান্নে হল উচ্চপর্যায়ের বৈঠক।
  • বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের রাজ্যের কাছে জমা দিতে বলা হয়েছে।
Advertisement