shono
Advertisement

দোষ প্রমাণের আগেই চোর বানিয়ে দিলেন, বিজেপিকে বিঁধে জ্যোতিপ্রিয়র ‘পাশে’ মমতা

রেশন দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর নিশানায় বাম আমল।
Posted: 03:55 PM Nov 01, 2023Updated: 04:12 PM Nov 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দোষ প্রমাণের আগেই গ্রেপ্তার। কিছুই প্রমাণ হল না অথচ চোর বানিয়ে দিলেন।’ নবান্নে বসে সাংবাদিক বৈঠক থেকে বিজেপি তথা কেন্দ্রীয় এজেন্সিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি নাম না নিয়েও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, গ্রেপ্তার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি তাঁর পাশেই আছেন।

Advertisement

রেশন দুর্নীতিতে গত শুক্রবার ভোররাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। এর আগে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মাণিক ভট্টাচার্যরা গ্রেপ্তার হয়েছেন। পার্থদের পাশে দল সেভাবে না দাঁড়ালেও তৃণমূল যে পুরোপুরি জ্যোতিপ্রিয়র পাশে থাকবে, সেটা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে বসে মুখ্যমন্ত্রী বললেন, “সব মিনিস্টারকে অ্যারেস্ট করে দিচ্ছে কিছু না কিছু করে। পশ্চিমবঙ্গ সরকারকে কাজই করতে দেবে না। এক তরফা একটা পার্টিকে দোষ দিয়ে যাচ্ছেন।”

[আরও পড়ুন: Basirhat: দেহ দাহ শুরু হতেই পোড়া বালিশ থেকে বেরল কাঁড়ি কাঁড়ি ৫০০ টাকা! শোরগোল বসিরহাটে]

মমতার অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি সুপ্রিম কোর্টের (Supreme Court) গাইডলাইনও ভায়োলেট করছে। তাঁর কথায়, “দোষ প্রমাণের আগেই অ্যারেস্ট করে নিচ্ছে। একটা লোককে কিছু প্রমাণ হওয়ার আগেই চোর বলে দেগে দিচ্ছে। একবারও ভেবে দেখেছ, তাঁর ফ্যামিলির উপর দিয়ে কী যাচ্ছে। তাঁর সতীর্থদের কী হচ্ছে। আজ তুমি ক্ষমতায় আছ। দম্ভে অনেক কাজ করবে। একদিন তুমি ক্ষমতায় থাকবে না। সব ধরা পড়বে। সব বেরিয়ে পড়বে। কেঁচো খুঁড়লে কিন্তু সাবধান।”

[আরও পড়ুন: লক্ষ্মীপুজোর খিচুড়ি খাওয়ার পরই বীরভূমে মৃত ২, অসুস্থ বহু]

রেশন দুর্নীতির (Ration Scam) জন্য এদিন উলটে বাম আমলকেই কাঠগড়ায় তুলেছেন মমতা। তিনি অভিযোগ করেন, “আমরা যখন ক্ষমতায় এলাম তখনও বাম আমলে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। সেই কার্ডে রেশন তুলে খোলাবাজারে বিক্রি হত। সেই টাকা কোথায় গেল? কোনও তদন্ত হয়েছে?” মুখ্যমন্ত্রীর বক্তব্য,”বামফ্রন্টের লোকেরা তো সব জায়গায় আছে। আমি তো কারও চাকরি খাইনি। কী করে চাকরি পেয়েছে কেউ জানে না। একজনের নামে আরেকজনও চাকরি করছে। যত দোষ, নন্দ ঘোষ। কত চিটফান্ড তৈরি হয়েছে বাম আমলে। একটারও বিচার হয়েছে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement