ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসছে বারবার। সেই সমস্যা মেটাতে আসরে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এদিন বললেন, “দলে সকলের কিছু না কিছু দায়িত্ব আছে।” বুঝিয়ে দিলেন, কেউ যেন নিজেদের বঞ্চিত বলে মনে না করেন।
বৃহস্পতিবার দুপুরে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। এই বৈঠক থেকেই লোকসভা ভোটকে পাখির চোখ করে দলের কর্মীদের চাঙা করার বার্তা দেন দলনেত্রী। সম্প্রতি ব্লক স্তরে একাধিক রদলবদল হয়েছে। অনেক পুরনো কর্মী দায়িত্ব থেকে বাদ পড়েছেন। নতুন অনেকে দায়িত্ব পেয়েছেন। যা নিয়ে স্বাভাবিকভাবেই দলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। অধিকাংশ ক্ষেত্রেই তা প্রকাশ্যে চলে আসছে।
[আরও পড়ুন: কেষ্ট জেলে, পার্থ জেলে, বালু জেলে…আমি বিশ্বাস করি না ওরা চোর: মমতা]
সেই গোষ্ঠীকোন্দল ঠেকাতে নিজেই ময়দানে নামলেন তৃণমূল সু্প্রিমো। তিনি বলেন, “আমাদের আরও জাগ্রত হতে হবে। দিদি বলল, অভিষেক বলল বা ববি বলল, তবেই কোনও কিছু করতে হবে এমনটা একেবারেই নয়। আপনাদের নিজেদের দায়িত্ব আছে।” এর পরই তিনি বলেন, “অনেকে নতুন দায়িত্ব পেলেন। বাকিরা কি হারিয়ে গেলেন? না, তাঁদেরও দায়িত্ব আছে।” দলনেত্রী এদিন ইঙ্গিতে বুঝিয়ে দিলেন নিজেকে কেউ যেন বঞ্চিত বলে মনে না করেন। দলে সকলেরই গুরুত্ব রয়েছে।