shono
Advertisement

সায়নী দত্তর বিয়েতে মুখ্যমন্ত্রী মমতার বিশেষ উপহার, ‘দিদি’র আশীর্বাদে আপ্লুত অভিনেত্রী

আপ্লুত অভিনেত্রী কী বলছেন?
Posted: 07:43 PM Nov 29, 2023Updated: 07:43 PM Nov 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ ডিসেম্বর ফোর্ট উইলিয়মের গুরুদ্বারে বিয়ে করছেন সায়নী দত্ত। পাত্র পাঞ্জাবী। নাম গুরবিন্দরজিৎ সমরা। পরদিনই ১৬ তারিখে কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রীতিভোজের অনুষ্ঠানও রয়েছে। সায়নীর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর সেই প্রেক্ষিতেই হবু কনেকে বিশেষ উপহার পাঠালেন ‘দিদি’।

Advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকায় সায়নীর বাবা সুভাষ দত্ত আগেভাগেই নিমন্ত্রপত্র পাঠিয়েছিলেন। তবে অভিনেত্রীর বিয়েতে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবে না বলেই জানা গিয়েছে। কিন্তু বিয়ের দিন হাজির থাকতে না পারলেও শশব্যস্ত শিডিউলের মাঝে হবু কনের জন্য মনে করে বিশেষ উপহার পাঠাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

নিমন্ত্রণপত্রের পালটা এক চিঠি পাঠিয়ে হবু দম্পতিকে আশীর্বাদ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই চিঠিতে লেখা- “আসন্ন বিবাহবন্ধনের কথা জেনে খুশি হলাম। শুভবিবাহের প্রাক্কালে সায়নী ও গুরবিন্দরকে আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ওদের জীবন সুখের হোক। খুব আনন্দে থাকুক, এই শুভকামনাই রইল।” সংবাদমাধ্যমের কাছে সায়নী জানিয়েছেন, “চিঠির সঙ্গে বেশ কিছু উপহারও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।” জানা গিয়েছে, শরীর ভালো না থাকায় বিয়ের দিন হাজির থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: রণদীপের কপালে রসকলি, কনে লিন সাজলেন সাবেকি মণিপুরী পোশাকে, ছাদনাতলার ছবি ফাঁস]

প্রসঙ্গত, সায়নী বর্তমানে কাজের সূত্রে মুম্বইতে। আগামী সপ্তাহেই কলকাতায় ফিরছেন। এরপর বিয়ে সেরেই চলে যাবেন পাত্রের পৈতৃক বাড়ি চণ্ডীগড়ে। সেখানে আগামী ১৯ ডিসেম্বর হাইপ্রোফাইল রিসেপশনের পর লন্ডনে চলে যাবেন সায়নী-গুরবিন্দরজিৎ। কারণ সেখানকারই এক নামী সংস্থার উচ্চপদে কর্মরত পাত্র। লন্ডনেই প্রতিষ্ঠিত তিনি। বিয়ের পর সেখানেই সংসার পাতবেন তাঁরা। আর জীবনের সেই বিশেষ দিনের প্রাক্কালেই মুখ্যমন্ত্রীর তরফে আশীর্বাদ পেলেন সায়নী দত্ত।

জানা গিয়েছে, বিয়ের দিন ডিজাইনার অনিতা ডোঙরের লেহেঙ্গায় সাজবেন সায়নী। আর রিসেপশনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন সব্যসাচীর ডিজাইন করা অরগ্যানজা শাড়ি। গুরবিন্দরের সঙ্গে সায়নীর দেখা হয় আড়াই বছর আগে। মুম্বইয়ের এক ক্লাবের সদস্য দু’জন। সেই সূত্রেই আলাপ। যা বন্ধুত্বে পরিণত হতে সময় লাগেনি। অল্প সময়েই দু’জনে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

[আরও পড়ুন: ‘জওয়ান-পাঠান টলিউডে হলে কেউ দেখবে না!’, বাঙালি দর্শকদের নিয়ে কী মত পরমব্রতর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement