সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে তোলপাড় বাংলা। তাঁর শাস্তির দাবিতে সরব রাজ্যবাসী। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে ফের জানিয়ে দিলেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীকে শাস্তি পেতেই হবে। পাশাপাশি নজিরবিহীনভাবে আক্রমণ করলেন সংবাদমাধ্যমকে। তোপ দাগলেন বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
সংবাদমাধ্যমে চোখ রাখলেই নজর কাড়ছে এসএসসি দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেপ্তারি ইস্যু। তা নিয়ে বুধবার ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কাজ করলে ভুল হতেই পারে। কেউ যদি ভুল করে থাকে, তা যদি প্রমাণিত হয়, তাহলে তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু এখানে মিডিয়া ট্রায়াল চলছে। কোনও কিছু হওয়ার আগেই সংবাদমাধ্যম অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন। বিচারক কিছু বলার আগেই মিডিয়া সবাইকে চোর বানিয়ে দিচ্ছে। তাদের মধ্যেও কিন্তু চোর আছে। ওরাও এখন অনেক কিছু করছে। অনেকেই দালালি করে খায়। তবে কেউ অন্যায় করলে সে শাস্তি পাবেই।”
[আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ‘মন্ত্রী’ বা ‘মহাসচিব’ সম্বোধন করছে না ‘জাগো বাংলা’! কড়া পদক্ষেপের পথে TMC?]
এসবের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী ফের প্রশ্ন তোলেন, “২১ জুলাইয়ের অনুষ্ঠানের পরদিনই কেন এই অভিযান? মধ্যরাতেই বা কেন? ভোরে কেন?” এরপরই বিজেপি ও তদন্তকারী সংস্থাকে তোপ দেগে মমতা বলেন, “দেশটাকে লুটেরায় পরিণত করেছে। কিছু হলেই কোর্টে কেস। তিনটে চারটে এজেন্সি দিয়ে সরকারকে জব্দ করা ছাড়া কোনও কাজ নেই। কিন্তু বাংলা ভাঙতে দেব না। বাংলা ভাঙতে গেলে বাঘ-কুমিরের সঙ্গে লড়াই করতে হবে। ব্রিটিশ আমলেও এমন আতঙ্কের পরিবেশ ছিল না। এখন বাচ্চা ঘুমলেও মা ডেকে তোলেন, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এসেছে দেশে। এটাই এখন বাংলার পরিস্থিতি। তবে কেউ ভয় পাবেন না।”
প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৭ ঘণ্টা জেরার পর শনিবারই গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই সূত্রেই টালিগঞ্জের বিলাসবহুল এক আবাসনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি টাকা। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।