shono
Advertisement
Mamata Banerjee

'আপনাকেই চাই না', 'সংখ্যালঘু' মন্তব্য নিয়ে বিধানসভায় শুভেন্দুকে তোপ মমতার

সম্প্রতি ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনা বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, "সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।"
Published By: Tiyasha SarkarPosted: 02:59 PM Jul 29, 2024Updated: 03:22 PM Jul 29, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এবার বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর 'সংখ্যালঘু' মন্তব্যের পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "ওদের এক নেতা বলছেন, একে চাই না, ওকে চাই না। আমরা বলছি আপনাকেই চাই না।" এদিন ফের একাধিক ইস্যুতে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এদিন বিধানসভায় ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে তিনি বলেন, "ওদের এক নেতা বলেছেন একে চাই, ওকে চাই না। আপনি ঠিক করবেন একে চাই, ওকে চাই না? আমরা বলছি, আপনাকেই চাই না। স্লোগান হবে, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই, আপনাকে চাই না।" বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ওদের কাজ শুধু মানুষকে বঞ্চিত করা।

[আরও পড়ুন: প্রদেশ সভাপতি থেকে সংগঠন, বঙ্গে কোন পথে চলবে কংগ্রেস? দিল্লিতে বৈঠকে বসছে হাইকমান্ড

প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই ফল নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। সম্প্রতি সল্টলেকে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে, জো হামারা সাথ, হাম উনকে সাথ।” তিনি আরও বলেন, “সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।” শুভেন্দু অধিকারীর সেই মন্তব্যকে কেন্দ্র করে আগও জলঘোলা হয়েছে। এবার ওই ইস্যুতে সরব হলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় প্রেম, ২ সন্তানের বাবা প্রেমিকের টানে ভারতে পাক যুবতী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর 'সংখ্যালঘু' মন্তব্যের পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বললেন, "ওদের এক নেতা বলছেন, একে চাই না, ওকে চাই না। আমরা বলছি আপনাকেই চাই না।"
  • এদিন ফের একাধিক ইস্যুতে বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী।
Advertisement