সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও।” পুরুলিয়ার জনসভায় এভাবেই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অভিনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) পাশে দাঁড়িয়ে বিজেপি নেতা তথাগত রায়কে (Tathagata Roy) একহাত নিলেন তিনি।
মঙ্গলবার পুরুলিয়া জেলা কংগ্রেসের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সায়নী বলে একটা মেয়ে ছবিতে কাজ করে। আজকে তাকে যেভাবে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে… আজ সকালেই শুনলাম তাকে ধমকাচ্ছে। তুমি দিল্লিতে ধমকাও, উত্তরপ্রদেশে ধমকাও, বিহারে ধমকাও, তুমি বাংলায় ধমকানোর আশা রাখো কোত্থেকে? ক্ষমতা থাকে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও। টলিউডের গায়ে হাত দিয়ে দেখাও, সংস্কৃতিপ্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও।” এরপরই আবার নাম না করে বিজেপি নেতা তথাগত রায়ের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “বয়স হয়ে গিয়েছে ভীমরতি যায় না। নাতনির বয়সি মেয়ে, তাকে প্রতিদিন ধমকাচ্ছে। কীসের জন্য? তার কি স্বাধীনভাবে কথা বলবার অধিকার নেই?”
[আরও পড়ুন: করোনা আক্রান্ত লিলি চক্রবর্তী, কেমন আছেন বর্ষীয়ান অভিনেত্রী?]
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বাঙালিয়ানা নিয়ে মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্য নিয়ে শুরু হয় চর্চা। এরই মাঝে আজ থেকে প্রায় বছর পাঁচেক আগের অর্থাৎ ২০১৫ সালের সায়নী ঘোষের টুইটার হ্যান্ডেল থেকে করা একটি টুইট আবার সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়। সায়নীর টুইটে দেখা গিয়েছিল, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। এই টুইটটি হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করেছে বলেই অভিযোগ করেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।
টুইট যুদ্ধের পরই শুরু হয় আইনি যুদ্ধ। সায়নী ঘোষের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর (Rabindra Sarobar) থানায় অভিযোগ দায়ের করেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। এরপরই সায়নী জানান, তিনি নিজের ধর্মকে কোনওভাবে আঘাত করতে চাননি। অভিনেত্রী দাবি করেন, ২০১৫ সালে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেই সময় এই ছবিটি পোস্ট করা হয়েছে। পরে যখন নজরে আসে তখন তিনি টুইটটি ডিলিট করেন। তীব্র নিন্দাও করেন বলেই দাবি সায়নীর। তবে এই টুইটটির জন্য তাঁকে যেভাবে অপমান করা হয়েছে, সে কারণে দুঃখপ্রকাশও করেন অভিনেত্রী। এদিকে, এবার অভিনেত্রীর নামে ত্রিপুরার ধর্মনগর থানায় অভিযোগ দায়ের। ধর্মনগরের শ্রীরাম সেবা সংঘের সম্পাদক পার্থপ্রতীম চৌধুরী অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, সায়নী যেভাবে সোশ্যাল মিডিয়ায় শিবলিঙ্গকে নিয়ে কুরুচিকর পোষ্ট করেছেন তাতে তাঁর বিকৃত মানসিকতার পরিচয় প্রকাশ পেয়েছে।