গৌতম ব্রহ্ম: ফের রাজ্য়ের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ক্রেডাইয়ের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আবেদন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে হব। রাজ্যেই তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্রুত এই সদার্থক পদক্ষেপ করতে আবাসন শিল্পের ‘মাথা’দের কাছে আরজি জানান রাজ্য়ের ‘অভিভাবক’। পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করছে রাজ্য।
একইসঙ্গে এই সম্মেলন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। আমি জীবনে অন্য়ের টাকায় এক কাপ চাও খাইনি। তবু ইডি-সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরও হেনস্তা করা হতে পারে। কিন্তু ভয় পেলে চলবে না। সরকার আপনাদের পাশে আছে। “
সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্য়ু হয়েছে। কোথাও নির্মাণকার্য করতে গিয়ে প্রাণ গিয়েছে বহু শ্রমিকের। কোথাও আবার পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে। একের পর এক এধরনের ঘটনায় রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এমতবস্থায় বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার আবেদন জানিয়েছেন তিনি। এমনকী, শিল্পপতিদের কাছেও আরজি জানিয়েছেন, যাতে রাজ্যের বিভিন্ন শিল্পে বাংলারই শ্রমিকদের ব্যবহার করা হয়। এদিনও তার ব্যতিক্রম হল না।
[আরও পড়ুন: শুচিবায়ুগ্রস্তরা নষ্ট করছে কোটি লিটার জল! ‘কর বসান’, মেয়রকে আবদার শহরবাসীর]
আবাসন শিল্পের ‘অ্যাপেক্স বডি’ ক্রেডাইয়ের সম্মেলনে হাজির ছিলেন রিয়েল এস্টেট শিল্পের হুজ হু-রা। তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর আরজি, “শিল্পে বাংলার শ্রমিকদের ব্যবহার করুন। রাজ্যে ৪৪ লক্ষ দক্ষ শ্রমিক রয়েছে। ওরা প্রশিক্ষিত। দক্ষ। পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করে আপনাদের হাতে তুলে দেব। সেটা থেকে কাজে নিয়োগ করতে পারেন। আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়বে না।” মুখ্যমন্ত্রীর কথায়, “ওঁরা রাজ্যে ফিরলে রাজ্যের মানুষ খুশি হবে। ওদেরও বোঝানোর চেষ্টা করব এখানে এলে থাকা-খাওয়ার, যাতায়াতের খরচ কমবে।” পাশাপাশি বাংলায় আবাসন শিল্পের জন্য় রাজ্য সরকার কী কী কাজ করেছে, তাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য় সরকারের কাজে খুশি আবাসন শিল্পের ‘অ্যাপেক্স বডি’র সদস্যরাও। সম্মেলনে সেকথা জানিয়েছেন ক্রেডাইয়ের রাজ্য ও জাতীয় সভাপতিও।