shono
Advertisement

Breaking News

অসুস্থ নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরেই তিনি ভর্তি হাসপাতালে।
Posted: 05:48 PM Nov 02, 2023Updated: 06:16 PM Nov 02, 2023

ক্ষীরোদ ভট্টাচার্য: অসুস্থ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তিনি কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে খবর। আর তা জেনেই বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন বিকেলে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। রোগীর সঙ্গে দেখা করেন। তাঁর চিকিৎসা কেমন চলছে, সেসব নিয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজও নেন। সূত্রের খবর, হাসপাতাল থেকে বেরিয়ে রাজভবন (Rajbhaban) যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা।

Advertisement

নোবেল পুরস্কারজয়ী (Nobel Laureate) অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলাদেবীর বয়স ৮৭ বছর। তিনিও অর্থনীতির অধ্যাপক ছিলেন। এমনিতে সক্রিয়। ২০২১ সালে ছেলের নোবেল পুরস্কার প্রাপ্তির সময়েও বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বেশ ভালো সম্পর্ক। জানা গিয়েছে, কয়েকদিন আগে নির্মলাদেবী অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই খবর পেয়ে বৃহস্পিতবার হাসপাতালে তাঁকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী।

[আরও পডুন: নীতি কমিটির বৈঠকেই ‘অশালীন’ প্রশ্ন, ক্ষোভে ওয়াক আউট মহুয়া-সহ বিরোধী সাংসদদের]

উল্লেখ্য নোবেলজয়ী বঙ্গসন্তান ছাড়াও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের যে বিশেষ কমিটি তৈরি হয়েছিল, তাতে অন্যতম সদস্য হিসেবে রাখা হয়েছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া রাজ্যের আর্থিক বিষয়ক একাধিক পরামর্শের জন্য বিদেশবাসী নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। তাঁর পরিবারের প্রতি দায়িত্বের কথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এই পরিস্থিতিতে নোবেলজয়ীর মায়ের অসুস্থতার খবরে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন হাসপাতালে।

[আরও পডুন: জেলেনস্কি সেজে হ্যালোইনে ব্লিঙ্কেনের ছেলে! উৎসবে ইউক্রেন প্রীতি আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement