shono
Advertisement

আগামী সপ্তাহ থেকেই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী! টানা প্রচার জঙ্গলমহলে

শুক্রবারই বাড়ি ফিরতে পারেন তিনি।
Posted: 05:51 PM Mar 11, 2021Updated: 08:23 PM Mar 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে বার্তা দিয়েছিলেন, প্রয়োজনে হুইল চেয়ারে বসে ভোটের প্রচার করবেন তিনি। বৃহস্পতিবার বেলা গড়াতেই জানা গেল, আগামী সপ্তাহ থেকে ফের রাজনীতির ময়দানে নেমে পড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)! সূত্রের খবর অন্তত তেমনটাই। 

Advertisement

তৃণমূল নেত্রী মমতার জঙ্গল মহলের কর্মসূচি পূর্ব নির্ধারিত। ১৩ তারিখ থেকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে পর পর জনসভা করার কথা ছিল তাঁর। কিন্তু বুধবার হলদিয়ার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পেশের পরই বিপত্তি। নন্দীগ্রামের বিরুলিয়ায় আহত হন মমতা। পায়ে চোট লাগে তাঁর। তার পরই দ্রুত কলকাতায় ফিরিয়ে আনা হয় মমতাকে। এরকম পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। স্থগিত হয়ে যায় দলের ইস্তেহার প্রকাশের কর্মসূচিও। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই ইস্তেহার প্রকাশের কথা ছিল তৃণমূলের। কিন্তু নন্দীগ্রামের ঘটনায় সব ওলট-পালট হয়ে যায়। বুধবার রাত থেকেই এসএসকেএম হাসপাতালে ভরতি রয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘দরকারে হুইলচেয়ারে ঘুরব, আপনারা সংযত থাকুন’, হাসপাতালের বিছানায় শুয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ পায়ের পাতা ও গোড়ালিতে চোট পেয়েছেন মমতা। প্লাস্টার করার পরও মারাত্মক যন্ত্রণা হচ্ছে তাঁর। ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে। শরীরে সোডিয়ামের মাত্রাও কম রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে হাসপাতালের বেড থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা দেন মমতা। 

দুপুরে এসএসকেএম থেকে যন্ত্রণাক্লিষ্ট গলায় মমতা বলেন, ”পায়ে ব্যথা আছে। মাথায়ও যন্ত্রণা। কাল খুব লেগেছিল। আমি প্রণাম করার সময়ে ভিড়ে ধাক্কাধাক্কিতে আমার চোট লাগে। ক’দিন হয়ত হুইল চেয়ারে ঘুরব। হুইল চেয়ারে বসেই কর্মসূচিতে থাকব। আপানারা সংযত থাকুন, শান্ত থাকুন।” বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয় আগের সূচি অনুযায়ী ভোটপ্রচারে  বেরবেন তৃণমূল নেত্রী। আর সেই প্রচারের কেন্দ্রবিন্দু হতে চলেছে  জঙ্গলমহল। তবে সন্ধেবেলা খবর অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই ফের প্রচার বেরবেন মুখ্যমন্ত্রী। আপাতত   জননেত্রীর ময়দানে ফেরার অপেক্ষাতেই রাত জাগছেন তাঁর সমর্থকেরা। 

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পায়ে মারাত্মক যন্ত্রণা, রক্তে সোডিয়ামের মাত্রা কম

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement