অর্ণব দাস, বারাসত: লোকনাথ মন্দিরের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর চাকলা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চাকলা লোকনাথ মন্দিরে শুরু হওয়া আন্তর্জাতিক ভক্ত সম্মেলনে গিয়ে একথা জানালেন মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, “২৮ তারিখ আসবেন মুখ্যমন্ত্রী। তার পর জেলার কর্মীদের নিয়ে একটি সভা করার কথা রয়েছে। আজ প্রস্তুতি দেখলাম।”
মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত চলবে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন। এদিন গিয়েছিলেন মন্ত্রী রথীন ঘোষ, পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসত পুলিশ জেলাসুপার ভাস্কর মুখোপাধ্যায়, মহকুমা শাসক সোমা সাউ, জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধক্ষ্য এ কে এম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান বিদেশ, জেলা পরিষদের সদস্য মফিদুল হক সাহাজি-সহ অন্যান্যরা। মন্দির কমিটির সভাপতি নবকুমার দাস বলেন, “এদিন বিদেশ থেকে প্রায় সাড়ে তিনশো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। আগামী দুদিন ৩০ হাজারের বেশি ভক্ত আসবেন বলেই আমরা মনে করছি।”
[আরও পড়ুন: ‘বস্তিতে গিয়ে বিলি করুন’, যোধপুর পার্কে বড়দিনের কেক বিতরণ নিয়ে মন্তব্য হাই কোর্টের]
প্রসঙ্গত, চাকলা লোকনাথ মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নের কাজে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ৩০ কোটি টাকা। সেই টাকায় ইতিমধ্যেই মন্দিরে যাওয়ার রাস্তা, পুকুর সংস্কার, চারটি গেট, আধুনিক রান্নাঘর, একসঙ্গে ২ হাজার ভক্তের ভোগ খাওয়ার জায়গা, প্রসাদ বিতরনের ঘর, পুলিশ ক্যাম্প, শৌচাগার-সহ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ডালা অর্কিড তৈরির জন্য ২০ কোটি টাকা খরচ হয়েছে। ১০ কোটি টাকার কাজ এখনও বাকি রয়েছে বলেও জানা গিয়েছে।