shono
Advertisement

কবিতায় প্রতিক্রিয়া, ভোটের ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রীর কলমে এল ‘মানি না’

তিন ভাষায় ‘মানি না’ কবিতাটি টুইটারে শেয়ার করেছেন মমতা৷ The post কবিতায় প্রতিক্রিয়া, ভোটের ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রীর কলমে এল ‘মানি না’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:24 PM May 24, 2019Updated: 07:27 PM May 24, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোট ২০১৯-এর ফলাফলের পর দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে এরাজ্যে ঘাসফুল শিবিরের শক্তিক্ষয়ের চিত্র৷ এনিয়ে এখনও তেমন কোনও প্রতিক্রিয়া দেননি তৃণমূল সুপ্রিমো৷ বৃহস্পতিবার বিকেলের দিকে অবশ্য খুব সংক্ষিপ্ত একটি মন্তব্য করেছিলেন টুইটারে৷ লিখেছিলেন, সব পরাজিতরাই পরাজিত নন৷ তারপর কেটে গিয়েছে প্রায় ২৪ঘণ্টা৷ ভোটের ফলাফল নিয়ে এখনও মুখ না খুললেও, কলম ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লিখে ফেলেছেন একটি কবিতা – ‘মানি না’৷ সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদের বিরোধিতা কবিতার ছত্রে ছত্রে৷

Advertisement

[আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে নির্বাসিত শুভ্রাংশু রায়]

কবিতার শুরু থেকেই তিনি সুর চড়িয়েছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে৷ তাঁর স্পষ্ট বক্তব্য, যে কোনও ধর্মের উগ্র-নরম দুই দিকই আছে৷ কিন্তু তিনি বেছে নিয়েছেন নরম দিকটি৷ উগ্রতা, অন্ধবিশ্বাসে তাঁর কোনও আস্থা নেই৷ কবিতার মাঝামাঝি দিকটি অর্থবলকে কীভাবে কাজে লাগানো হয়, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন৷ বিশ্বাস অর্থের বিনিময়ে বিকিয়ে গিয়েছে, এধরনের মনোভাব প্রকাশ পেয়েছে৷ শেষ পর্যায়ে তিনি সকলের কাছে আবেদন জানিয়েছেন, বিশ্বাস আর সহনশীলতায় ভরসা রেখে ঐক্যবদ্ধ হওয়ার জন্য৷ 

একই কবিতা তিনি ইংরাজি এবং হিন্দিতেও লিখেছেন৷ তিনটি কবিতাই টুইটারে প্রকাশিত হয়েছে৷ এর আগেও বহু বিষয়ে প্রতিবাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কলম ধরতে দেখা গিয়েছে৷ সম্প্রতি বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাতেও ‘লজ্জিত’ শিরোনামে কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী ভোটের ফলপ্রকাশের আগের দিনও ‘জরুরী’ নামে একটি কবিতা লিখেছিলেন নেত্রী৷ তারও ছত্রে ছত্রে কাব্যের মোড়কে ছিল মোদি সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা৷ সেসব বেশ জনপ্রিয়ও হয়েছে৷ তবে শুক্রবার ফলাফলের পরবর্তী পর্যায়ে কোনও বক্তব্য না রেখে এক কবিতাতেই নিজের প্রতিক্রিয় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী৷   

[আরও পড়ুন: সাধারণ মানুষের ভোগান্তির ইতি, কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত বার কাউন্সিলের]

The post কবিতায় প্রতিক্রিয়া, ভোটের ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রীর কলমে এল ‘মানি না’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement