shono
Advertisement
Yogi Adityanath

কৃষকের 'মসিহা' অজিত সিংয়ের মূর্তি উন্মোচন যোগীর, অনুষ্ঠানেই ৩৫১ কোটির প্রকল্পের শিলান্যাস

রাজ্যে শিল্পের দুরন্ত অগ্রগতি ঘটনানোর পণ করেছেন যোগী।
Published By: Hemant MaithilPosted: 03:33 PM Feb 13, 2025Updated: 03:35 PM Feb 13, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: কৃষকদের 'মসিহা' ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী অজিত সিং। বাগপত জেলার ছাপরাউলী এলাকায় শ্রী বিদ্যা মন্দির ইন্টার কলেজে তাঁর মূর্তি উন্মোচন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অনুষ্ঠানেই তিনি শিলান্যাস করেছেন ৩৫১ কোটি মূল্যের ২৮১টি উন্নয়ন প্রকল্পের। রাজ্যে শিল্পের দুরন্ত অগ্রগতি ঘটনানোর পণ করেছেন যোগী। এনিয়ে মন্ত্রিসভার সঙ্গে নিয়মিত আলোচনা করছেন তিনি। 

Advertisement

জানা গিয়েছে, বুধবার চৌধুরী অজিত সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে তাঁর মূর্তি উন্মোচন করেন যোগী। কৃষকদের 'মসিহা' শ্রদ্ধাজ্ঞাপন করে এদিন তিনি বলেন, "আজ, মাঘী পূর্ণিমায়, আমরা সন্ত শিরোমণি সদগুরু রবিদাস জি মহারাজের পবিত্র জন্মবার্ষিকী উদযাপন করি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী অজিত সিংকে সম্মান জানাই। যিনি তাঁর পিতার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান এবং জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেন। তাঁর বৈচিত্রময় কর্মজীবন সকলকে অনুপ্রাণিত করে। তাঁর মূর্তি উন্মোচন করতে পেরে আমি ধন্য। উত্তরপ্রদেশ সরকার ও জনগণের তরফ থেকে আমি তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।"

এই অনুষ্ঠান থেকেই যোগী বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন। যার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫১ কোটি টাকা। এই অর্থ খরচ হবে রাস্তাঘাট, ব্রিজ, স্কুল-কলেজের উন্নতিতে। প্রকল্পগুলোর শিলান্যাস করে এদিন যোগী জানান, "আমরা বাগপত জেলার কাছে দিল্লি-বাগপত-দেরাদুন এক্সপ্রেসওয়েকে একটি শিল্প করিডরে পরিণত করব। যার মাধ্যমে গোটা অঞ্চলের আর্থিক উন্নয়ন ঘটবে। এই পথ ধরেই রাজ্যে বিনিয়োগের আরেকটি দরজা খুলবে। এতে লাভবান হবে যুব সম্প্রদায়। তাঁদের কর্মসংস্থান বাড়বে।"

রাজ্যের সুশাসনের কথা উল্লেখ করে এদিন যোগী বলেন, "যেকোনও অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। ভারতের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ। মহিলা, ব্যবসায়ী কিংবা যেকোনও সাধারণ মানুষ নির্ভিকভাবে চলাফেরা করতে পারে। স্বাধীনভাবে নিজেদের কাজ করতে পারে। আইন শাসন বজায় রেখে আমরা সব সময় যেকোনও অপরাধী ও মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করি।" এদিনের অনুষ্ঠানে যোগী রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকেও তুলে ধরেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কৃষকদের 'মসিহা' ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী অজিত সিং।
  • তাঁর মূর্তি উন্মোচন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
  • এই অনুষ্ঠানেই তিনি শিলান্যাস করেছেন ৩৫১ কোটি মূল্যের ২৮১টি উন্নয়ন প্রকল্পের।
Advertisement