সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য আসতে পারে সুখবর। কেন্দ্রীয় সরকারের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) সদস্যরা এবার অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। বর্তমানে এর পরিমাণ ১ লক্ষ টাকা। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ইপিএফও-র ৭.৫ কোটি সদস্য।
সূত্রের খবর, গত সপ্তাহে ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা টাকা তোলার সীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, ২৮ মার্চ শ্রীনগরে অনুষ্ঠিত সভায় ইপিএফও-র কমিশনার রমেশ কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন। এই সুপারিশ সিবিটি-এর অনুমোদনের পরে ইপিএফও সদস্যরা অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের ভবিষ্যৎ তহবিল থেকে আগাম তুলে নিতে পারবেন।
২০২০ সালের এপ্রিলে অসুস্থতা ও চিকিৎসার ক্ষেত্রে অটো সেটলমেন্ট প্রকল্প শুরু করা হয় কেন্দ্রের তরফে। তাতে আগাম টাকা তোলার পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এটি অটো সেটলমেন্ট অফ অ্যাডভান্স ক্লেমের অঙ্গ। পরবর্তীকালে ২০২৪-এর মে মাসে এই সীমা বাড়িয়ে ১ লাখ করা হয়েছিল। ইপিএফও সদস্যরা শুধুমাত্র অসুস্থতা বা হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে পিএফ-এর টাকা তুলতে পারেন। তবে সংস্থাটি তিনটি বিভাগের জন্য আগাম টাকা তোলার অটেমেটিক-মোড ক্লেম চালু করেছে। এগুলি হল শিক্ষা, বিয়ে ও ফ্ল্যাট-বাড়ি কেনা। আবেদনের তিনদিনের মধ্যে আগাম ক্লেমের অটো সেটলমেন্ট অনুমোদিত হয়।