সুচেতা সেনগুপ্ত: লকডাউনে যেন থমকে গিয়েছিল সব। করোনার জুজুতে বঙ্গজীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আড্ডাটাও যেন ঘুমিয়ে পড়েছিল। পাড়ার রক কিংবা কাফেটেরিয়া – সামাজিক দূরত্ববিধি প্রাণ খুলে আড্ডার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার দিন বদলের পালা আবার। আনলকের একেকটা পর্যায়ে তালা খুলছে অনেক কিছুরই। সেভাবেই তালা খুলে ফিরে আসতে চলেছে ‘কফি হাউসের সেই আড্ডা’।
মেঘলা দুপুর কিংবা বর্ষণ মুখরিত সন্ধেয় ধোঁয়া ওঠা ইনফিউশনের পেয়ালায় চুমুক দিয়ে গল্পে ডুবে যাওয়ার দিন সমাগত। জুলাইয়ের প্রথম সপ্তাহেই খুলে যাচ্ছে কলেজ স্ট্রিটের কফি হাউস (Indian Coffee House)। ১ জুলাই বৈঠক করবেন ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্যরা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
[আরও পড়ুন: সুস্থতার রেকর্ড গড়েছে বাংলা, এবার মৃত্যু কমানোই লক্ষ্য রাজ্যের স্বাস্থ্যদপ্তরের]
২৫ মার্চ, দেশজুড়ে লকডাউনের পর থেকেই অন্য যে কোনও পাবলিক প্লেসের মতো দরজা বন্ধ হয়ে গিয়েছিল কলেজ স্ট্রিট কফি হাউসেরও। একরাশ শূন্যতা নিয়ে ঝিমিয়ে গিয়েছিল বইপাড়া। আড্ডাপ্রেমীদের সংস্রবহীনতায় বিষণ্ণ হয়ে পড়েছিল এখানকার প্রাচীন আড্ডাখানাটাও। কফি হাউসের কড়ি-বরগাগুলোতে জমছিল ধুলো। উবে যাচ্ছিল পুরনো গন্ধটাও। এভাবে একলা হয়ে কেটে গিয়েছে তিন মাসেরও বেশি সময়। কিন্তু চিরদিন তো কারও সমান যায় না। একই আবহে জীবন কাটে না। তাই মৌন ভেঙে এবার মুখর হওয়ার সময় আসছে। সুখবরটা শুনিয়েছেন ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি তপন কুমার পাহাড়ি।
জুলাইতেই কি খুলে যাচ্ছে কফি হাউস? এই প্রশ্নের উত্তরে তপনবাবু জানালেন, ”১ তারিখ বৈঠক ডেকেছি। সদস্যরা সকলে আসুন, আলোচনা করি। যদি সবাই রাজি থাকেন, তাহলে দু, একদিনের মধ্যেই খুলে দেওয়া হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।” তাহলে সামাজিক দূরত্ববিধির কী হবে? কফি হাউসের আড্ডায় সোশ্যাল ডিসট্যান্সিং মানে তো আড্ডার বারোটা বেজে যাওয়ার জোগাড়।
[আরও পড়ুন: ট্রেনে উঠতে পারবে নির্দিষ্ট সংখ্যক যাত্রী, একাধিক নিয়ম মেনে পরিষেবা চালু করতে তৈরি মেট্রো]
কিন্তু করোনা আবহে সাধারণ ছন্দে ফিরতে হলে অতিরিক্ত সতর্কতা তো নিতেই হবে। তপনবাবুর মতে, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে সব হবে, তা স্থির হবে ১ তারিখের বৈঠকে। মোট কথা, সব দিক খতিয়ে দেখে তবেই কফি হাউস খোলার প্রস্ততি সারছে দায়িত্বে থাকা কো-অপারেটিভ সোসাইটি। জুলাইয়ের প্রথম সপ্তাহেই তবে ফিরছে কফি হাউসের আড্ডা। অন্তহীন কথায় মনের লকডাউন কাটিয়ে সম্ভবত নবতরঙ্গে ফিরবে সৃষ্টিশীল বাঙালি।
The post ইনফিউশনের কাপে ফের উঠবে তুফান, করোনাতঙ্ক কাটিয়ে খোলার পথে কফি হাউস appeared first on Sangbad Pratidin.