shono
Advertisement

করুণার স্মরণে মাথা মুড়িয়ে ভক্তদের শ্রদ্ধা, ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের

প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব নেতা-নেত্রীরা পৌঁছে গিয়েছেন চেন্নাই। The post করুণার স্মরণে মাথা মুড়িয়ে ভক্তদের শ্রদ্ধা, ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Aug 08, 2018Updated: 03:39 PM Aug 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদায় নিয়েছেন প্রিয় নেতা এম করুণানিধি৷ ডিএমকে প্রধানের মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণের রাজ্যে৷ দেশের রাজনীতিতে সব থেকে প্রবীণ নেতা করুণানিধির প্রয়াণে তামিলনাড়ু এখন ‘মিনি ভারত’৷ করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই তামিলনাড়ুতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

[খাবারের মান রাখতে শিক্ষা দেখে কর্মী নিয়োগ, সিদ্ধান্ত আইআরসিটিসি-র]

[ছিল হিন্দু, হয়ে গেল মুসলিম! নাগরিকপঞ্জির ভুলে নিন্দায় সরব বিজেপি]

বুধবার রাত থেকেই তামিলনাড়ুতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানতে রাহুল গান্ধী থেকে শুরু করে রজনীকান্ত, অরবিন্দ কেজরিওয়াল রাজাজি হলে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে৷ রাজনৈতিক নেতাদের ভিড় জমার সঙ্গে সঙ্গে কর্মী সমর্থকদেরও ভিড় উপচে পড়েছে৷ রাজাজি হল থেকে মেরিনা বিচ পর্যন্ত ঢল নেমেছে সাধারণ মানুষের৷ অনুগামীদের নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে নিরাপত্তা রক্ষীদের৷ করুণানিধির শেষকৃত্যের আগে অনুুগামীদের মধ্যে ইতিমধ্যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে৷ ভিড় সামলাতে পুলিশ অনুগামীদের লক্ষ্য করে লাঠিচার্জও করেছে পুলিশ৷ পালাতে গিয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়েছেন বহু সমর্থক৷ করুণানিধির ছেলে এমকে স্টালিন জনতাকে শান্ত থাকার আর্জি জানিয়েছেন৷

[শিক্ষকের নির্দেশে রাস্তা মেরামতির কাজে পড়ুয়ারা, বিতর্কে সরকারি স্কুল]

মাদ্রাজ হাই কোর্টের নির্দেশ, মেরিনা বিচে আজ বিকেলে সমাহিত করা হবে করুণানিধিকে৷ ফলে, মেরিনা বিচে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে৷ চলছে, শেষকৃত্যের কাজ৷ অন্যদিকে, করুণানিধির প্রতি শ্রদ্ধা জানাতে লোকসভা বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে৷ ইতিমধ্যেই এম করুণানিধিকে ভারতরত্ন দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে৷

[দিল্লিতে গাড়ি ভাঙচুর করে তাণ্ডব পুণ্যার্থীদের, ভাইরাল ভিডিও]

করুণানিধির অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যেই ১১ জন অনুগামী আত্মহত্যা করেছেন৷ তবে, প্রিয় নেতার মৃত্যুর পর এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও প্রবল উৎকণ্ঠা দেখা দিয়েছে৷ বুধবার সন্ধ্যা থেকেই কাতারে কাতারে ভিড়-জমান হাসপাতাল চত্বরে৷ করুণানিধির ছবি হাতে নিয়ে অনুগামী চোখের জলে ভিজেছে চেন্নাইয়ের রাজপথ৷ করুণানিধির সম্মান জানতে মাথা মুড়িয়েছেন অনেকে৷

[‘আপনাকে শেষবারের মতো বাবা বলে ডাকতে পারি?’ প্রয়াত নেতাকে খোলা চিঠি পুত্রের]

The post করুণার স্মরণে মাথা মুড়িয়ে ভক্তদের শ্রদ্ধা, ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement