রাজা দাস, বালুরঘাট: চাপে পড়ে নতিস্বীকার। ‘ক্লাস প্রতি ১০০ টাকা’র সাম্মানিকের গেস্ট লেকচারারের নোটিস প্রত্যাহার করল দক্ষিণ দিনাজপুরের তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষ।
গত ১১ সেপ্টেম্বর ওই কলেজ কর্তৃপক্ষ একটি নোটিস দেয়। যাতে ক্লাস প্রতি ১০০ টাকা সান্মানিক অতিথি প্রভাষক বা গেস্ট লেকচারার নিয়োগের কথা উল্লেখ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা এবং এডুকেশন বিভাগে ২জন করে মোট চারজন, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১জন করে মোট দু’জনকে নিয়োগ করা হবে। ১৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। ২০ সেপ্টেম্বর ২০২৩ সিলেকশন কমিটির মাধ্যমে এই লেকচারার নিয়োগ করা হবে। তবে এই লেকচারারদের ক্লাস প্রতি ১০০ টাকা দেওয়া হবে সাম্মানিক। সপ্তাহে ১৫টির বেশি ক্লাস পাবেন না তাঁরা।
[আরও পড়ুন: বিডিও’র গাড়ির সঙ্গে মোটর বাইকের ধাক্কা, পিংলায় মৃত্যু যুবকের]
এদিকে, ক্লাস প্রতি মাত্র ১০০ টাকা করে সাম্মানিক প্রদান ঘিরেই বিতর্ক শুরু হয়েছিল। যা নিয়ে X হ্যান্ডলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর খোঁজ, “একজন মাস্টার ডিগ্রিধারী ছেলেমেয়ে একটি ক্লাস করিয়ে মাত্র ১০০টাকা পাবেন। যা লজ্জার ব্যাপার। একশো দিনের মজুরি থেকেও কম। সকলের আগে রাজ্যের অর্থনীতি ঠিক করা প্রয়োজন।” হাজারও বিতর্কের চাপে অবশেষে নতিস্বীকার। নোটিস প্রত্যাহার করল ওই কলেজ কর্তৃপক্ষ।