নন্দন দত্ত, সিউড়ি: সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? কলেজছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ যুবকের। বাঁচাতে গিয়ে আক্রান্ত চায়ের দোকানের কর্মী। অভিযুক্ত যুবককে বেধড়ক মার স্থানীয়দের। বীরভূমের সাঁইথিয়ার তালতলার ঘটনায় গ্রেপ্তার যুবক।
বীরভূমের সাঁইথিয়া অভেদানন্দ কলেজের পড়ুয়া ওই তরুণী। ময়ূরেশ্বর ২ ব্লকের উলকুণ্ডা পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা তিনি। বুধবার বিকেলে কলেজ থেকে বেরিয়ে তালতলা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় ওই জায়গায় পৌঁছয় তাঁর কলেজেরই পড়ুয়া নাজিবুল হক। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই তরুণীর উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় সে। রক্তারক্তি কাণ্ড ঘটে। তরুণীকে বাঁচাতে ঘটনাস্থলে দৌড়ে আসেন রাস্তার পাশের একটি চায়ের দোকানের কর্মী গোলক বাগদি। অভিযোগ, তাঁর উপরেও হামলা চালায় নাজিবুল। তিনিও গুরুতর জখম হন।
[আরও পড়ুন: রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড]
চিৎকার চেঁচামেচি শুনে ততক্ষণে অবশ্য স্থানীয়রা জড়ো হয়ে যান। তাঁরা যুবককে ঘিরে ধরে। চলে বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ওই যুবকের সঙ্গে কলেজছাত্রীর প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে তরুণী অন্যত্র বিয়ে স্থির হয়। তার জেরে সম্পর্কে ভাঙন। তাই প্রেমিকাকে খুনের চেষ্টা করে যুবক। ওই যুবক নেশাতুর অবস্থায় তরুণী-সহ দুজনের উপর হামলা চালায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিও: