shono
Advertisement

প্রধানমন্ত্রীকে ‘নীচ’ বলাতেই আক্রমণ বিধুরির, বিজেপির দাবি ওড়ালেন দানিশ

নিজের বক্তব্যের সাপেক্ষে ভিডিও-ও পেশ করেন বিএসপি সাংসদ।
Posted: 11:06 AM Sep 24, 2023Updated: 11:06 AM Sep 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরির ‘অশালীন’ মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে কটু মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই রমেশকে শোকজ করেছে বিজেপি। এবার এই নিয়ে প্রথম মুখ খুললেন দানিশ। দাবি করলেন, তাঁর বিরুদ্ধে উসকানি দেওয়ার যে অভিযোগ বিজেপি আনছে তা সর্বৈব মিথ্যে।

Advertisement

বৃহস্পতিবার চন্দ্রযান নিয়ে আলোচনার সময় বিএসপি সাংসদ দানিশ আলির (Danish Ali) উদ্দেশে কটু মন্তব্য করেন রমেশ। বারবার তাঁকে থামতে বলা হলেও তিনি থামেননি। আর এরপরই বাঁধে বিতর্ক। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পালটা দাবি করেন, দানিশ প্রধানমন্ত্রীকে ‘নীচ’ বলে কটাক্ষ করেছিলেন। আর তারপরই বিধুরি মুখ খোলেন।

[আরও পড়ুন: রোগী সেজে চিকিৎসকের চেম্বারে ঢুকে ডাকাতি, চিরকুটে ‘দুঃখিত’ লিখে গেল দুষ্কৃতী]

দানিশ একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে বিধুরিকে লোকসভায় দাঁড়িয়ে চন্দ্রযান ৩-এর সাফল্য নিয়ে বলতে গিয়ে বিরোধীদের আক্রমণ করে বলতে শোনা গিয়েছে, ”ওদের আসলে খারাপ লাগছে কারণ এটা একজন ‘চাওয়ালার ছেলে’র অর্জন। এমন একজন যাঁকে ওরা ‘মওত কা সওদাগর (মৃত্যুর ব্যবসায়ী) বলে, কখনও ‘নীচ’ও বলে।”

দানিশের বক্তব্য, এই ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার করছিলেন বিধুরি। আর তাই তিনি প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থেই তাঁকে বাধা দেন। কিন্তু বিজেপি বলার চেষ্টা করছে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন দানিশই। কিন্তু সত্যিটা হল, তিনিই প্রধানমন্ত্রীর অপমানের বিরোধিতা করেছিলেন। তাঁর কটাক্ষ, ”বিজেপির ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপের উচিত ঘটনার ৪৮ ঘণ্টা পর অন্তত যথাযথ অভিযোগ করা। দানিশ আলি এত নিচে নামেনি, যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করবে। এই সব অভিযোগ ভিত্তিহীন।আমি এসব সিরিয়াসলি নিই না। কেননা বিজেপি-আরএসএসে এই প্রশিক্ষণ দেওয়া হয় যে এক মিথ্যে ১০০ বার করো। তাহলেই সেটা সত্যি হয়ে যাবে।”

[আরও পড়ুন: স্কুলে ৮ বছরের দলিত ছাত্রীকে ধর্ষণ পিওনের! ক্ষোভে পুলিশের গাড়িতে আগুন জনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement