সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি দেওয়ার নামে টাকা তুলছে যারা, তাদের ‘ছারপোকার মতো টিপে মারা’র নিদান দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। তাঁর কথায়, “পার্থ চট্টোপাধ্যায়ের মতো কত লোকে টাকা তুলে বেড়াচ্ছে। চিটিংবাজ, ফেরেববাজে চারপাশ ভরে গিয়েছে।” এদের শায়েস্তা করার উপায় বাতলে দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী। পাশাপাশি দেবী জগদ্ধাত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করে বললেন, চাকরি দিতে পারেন একমাত্র মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্য়ায়। স্বাভাবিকভাবেই দলীয় বিধায়কের এহেন মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”ওঁর কাছে এরকম খবর থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাক।”
মঙ্গলবার কামারহাটির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখান থেকে একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। বলেন, “চারপাশটা চিটিংবাজ ফেরেববাজে ভরে গিয়েছে। চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলছে। এইসব চিটিংবাজদের পেলে ছারপোকার মতো টিপে মারুন। জমি, মায়ের গয়না বা রক্ত বিক্রির টাকা যারা চাকরি দেওয়ার নামে তুলে নিয়ে যায়, তাদের কোনও ক্ষমা নেই।”
[আরও পড়ুন: মোরবি সেতু বিপর্যয়: জলে ডুবে নয়, নদীতে থাকা পাথরে আছড়ে পড়েই অধিকাংশ মৃত্যু, দাবি NDRF-এর]
চাকরি দেওয়ার নামে টাকা তোলা প্রসঙ্গে বলতে গিয়ে কামারহাটির বিধায়ক প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন সহযোদ্ধা পার্থ চট্টোপাধ্যায়ের নামও তুলে আনেন। বলেন, ”একটা টেট কী দেখছেন! পার্থর বেলা তো দল ব্যবস্থা নিয়েছে। আরও কত লোক চারপাশে টাকা তুলে বেড়াচ্ছে।” মদন মিত্রের আরও সংযোজন, ”ছেলেমেয়েদের চাকরি চাই। প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাওয়ার জন্য কাউকে টাকা দেবেন না। চাকরি যদি দেয় তাহলে ওই মালিক বসে আছে মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী।”
কামারহাটির ‘দামাল ছেলে’র এহেন মন্তব্যের প্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। বলেন, ”উনি রসে-বসে থাকলেই তো পারেন! এসব কী বললেন! এসব বললে তো ওঁর সহকর্মী, তৃণমূল নেতা-কর্মীদের টিপে মারতে হয়। এরকম করলে অর্ধেক তৃণমূল শেষ হয়ে যাবে।” দলীয় বিধায়কের বিতর্কিত মন্তব্যে বিড়ম্বনায় পড়েছে তৃণমূলও। দলের মুখপাত্রের কথায়, ”ওঁর কাছে এরকম খবর থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাক। শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেবে। প্রকাশ্যে এরকম বললে দলকে অস্বস্তিতে পড়তে হয়।”