সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত মনমোহন সিংয়ের (Manmohan Singh) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে নিয়ে চিন্তার বিশেষ কারণ নেই। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দ্রুত সুস্থ করে তুলতে সবরকম প্রয়াস চালাচ্ছেন চিকিৎসকরা। মঙ্গলবার টুইট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
কোভিড টিকার (Corona vaccine) জোড়া ডোজ নেওয়ার পরও মারণ ভাইরাস থাবা বসিয়েছে তাঁর শরীরে। একাধিক উপসর্গ নিয়েই সোমবার তাঁকে ভরতি করা হয় দিল্লির এইমসে। তাঁর চিকিৎসায় তৈরি হয় বিশেষ টিম। বয়স নব্বইয়ের কাছাকাছি হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তাতেই ছিলেন চিকিৎসকরা। তবে আপাতত স্থিতিশীল মনমোহন সিং। এদিন সকালে হর্ষ বর্ধন টুইট করেন, “এইমসে যে চিকিৎসকরা মনমোহন সিংজিকে পর্যবেক্ষণে রেখেছেন, তাঁরা জানাচ্ছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে সেরা চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”
[আরও পড়ুন: করোনা নিয়ে উদ্বেগের জের, বাতিলের মুখে প্রধানমন্ত্রীর পর্তুগাল ও ফ্রান্স সফর]
প্রসঙ্গত, রবিবারই দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনমোহন সিং চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এ নিয়ে সাবধানতা অবলম্বন, প্রয়োজনীয় পদক্ষেপ করার কথাও বলেন। সেখানে তিনি নিজে থেকে ৫টি প্রস্তাব দিয়েছিলেন। জানা গিয়েছে, গত ৮ তারিখই করোনা ভ্যাকসিনের (Corona vaccine) দ্বিতীয় ডোজ নিয়েছিলেন তিনি। কিন্তু সোমবার, ১০ দিনের মধ্যেই তিনি করোনা আক্রান্ত হলেন। অসুস্থ বোধ করায় ৮৮ বছরের মনমোহন সিংয়ের করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসার পর আর কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভরতি করান পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ নেতা-নেত্রীরা।