সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভেনিউ৷ বৃহস্পতিবার কংগ্রেসের যুব মোর্চার তরফ থেকে বিজেপি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ এই বিক্ষোভকে কেন্দ্র করেই কার্যত কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে৷ বিক্ষোভে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল যুব-কংগ্রেসের পক্ষ থেকে৷
জানা গিয়েছে, নোট বাতিল ইস্যুতে কংগ্রেস সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বিজেপি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকলে বিজেপি সদস্যরা বিরোধিতা করেন৷ কংগ্রেসের তরফ থেকে সেখানে কুশপুতুল পোড়ানো হয় বলেও জানা গিয়েছে৷ বচসার পর রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে৷ ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভেনিউতে৷ পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলেও জানা গিয়েছে৷
ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভেনিউ চত্ত্বর৷ ঘটনায় গেফতার হয়েছেন বহু৷
The post নোট বাতিল ইস্যুতে কংগ্রেস-বিজেপি সংঘর্ষ appeared first on Sangbad Pratidin.