সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার নির্বাচনে (Kolkata Municipal Election) ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত সমস্ত রাজনৈতিক দল। বাম, তৃণমূলের (TMC) পর এবার প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেসও (Congress)। তৃণমূলের টিকিট না পেয়ে বিদায়ী কাউন্সিলর – ১৩৮ নং ওয়ার্ডের মমতাজ বেগম শনিবারই যোগ দিয়েছেন কংগ্রেসে। আর যোগদানের পুরস্কারও পেলেন। দু’জনেই হাত শিবিরের হয়ে পুরভোটে লড়াইয়ের টিকিট পেলেন। ৮ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্র দলবদল করেছেন বলে কংগ্রেস প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করলেও রবিবার সেই চিত্র বদলে যায়। পার্থ মিত্র জানান, তিনি তৃণমূলেই আছেন। তাই পরে ৮ নং ওয়ার্ডের প্রার্থী বদল করে কংগ্রেস।
এই ভোটে বাম এবং কংগ্রেসের মধ্যে বিধানসভা ভোটের মতো নির্বাচনী জোট নেই। তাই বামেরা প্রার্থী দেওয়া সত্ত্বেও সেইসব ওয়ার্ডে লড়াইয়ের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে হাত শিবির। অর্থাৎ বামেদের সঙ্গে সরাসরি লড়াই করছে কংগ্রেস। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতিক্রিয়া, ”বামেরা নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে, আমাদের সঙ্গে আলোচনা ছাড়া। কয়েকটা আসন ছেড়েছে। আমাদের মনে হল, আমাদেরও সরাসরি কোথাও কোথাও লড়া দরকার।” শনিবার সন্ধেবেলা বিধান ভবন থেকে ৬৬ ওয়ার্ডের প্রার্থীতালিকা প্রকাশ করলেন পুরভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। একঝলকে দেখে নিন, কে কোনও ওয়ার্ডে লড়ছেন।
কংগ্রেসের প্রার্থী তালিকা (১৪৪) |
ওয়ার্ড নং |
প্রার্থী |
১ |
সফিকুল খাদিম |
২ |
রথীন পাল |
৩ |
সুচিত্রা বসু |
৪ |
বীরেশ চক্রবর্তী |
৫ |
রামকুমার ঝা |
৬ |
প্রীতি সাউ |
৭ |
মলয় মুখোপাধ্যায় |
৮ |
তপন শীল |
৯ |
পিঙ্কি সাউ |
১০ |
প্রতাপ সেন |
১১ |
সুখেন্দু ঘোষ |
১২ |
তনিমা ঘোষ |
১৩ |
তরুণকান্তি শীল |
১৪ |
পলাশ সাহা |
১৫ |
সুস্মিতা চক্রবর্তী |
১৬ |
|
১৭ |
মৌমিতা কালি |
১৮ |
অমৃতা দলুই |
১৯ |
চন্দ্রশেখর রায় |
২০ |
রাঘবেন্দ্র চতুর্বেদী |
২১ |
|
২২ |
নাগেশ সিং |
২৩ |
উত্তম সোনকার |
২৪ |
স্বপ্না গুপ্ত |
২৫ |
বিক্রম সিং |
২৬ |
অমর সিং |
২৭ |
তন্ময় মুখোপাধ্যায় |
২৮ |
শাইনা জাভেদ |
২৯ |
প্রকাশ উপাধ্যায় |
৩০ |
|
ওয়ার্ড নং |
প্রার্থী |
৩১ |
ডা. চাঁদবাবু আনসারি |
৩২ |
|
৩৩ |
|
৩৪ |
|
৩৫ |
ইন্দ্রনীল পালচৌধুরী |
৩৬ |
নন্দন ঘোষ |
৩৭ |
|
৩৮ |
পুনম চৌধুরী |
৩৯ |
|
৪০ |
আশা মোহান্তি |
৪১ |
জ্বালাপ্রতাপ সিং |
৪২ |
|
৪৩ |
|
৪৪ |
জাহিদ আনোয়ার |
৪৫ |
সন্তোষকুমার পাঠক |
৪৬ |
|
৪৭ |
মহঃ আলি |
৪৮ |
আশিস চট্টোপাধ্যায় |
৪৯ |
|
৫০ |
মানস সরকার |
৫১ |
রবীন্দ্র সিং |
৫২ |
|
৫৩ |
আকবর হোসেন |
৫৪ |
|
৫৫ |
ডরোথি দেওয়ান |
৫৬ |
|
৫৭ |
|
৫৮ |
সদানন্দ সাউ |
৫৯ |
|
৬০ |
মহঃ নাদিম |
ওয়ার্ড নং |
প্রার্থী |
৬১ |
সাজিদ ইসমাইল |
৬২ |
তারান্নুম জাহান |
৬৩ |
গণপত ফ্রান্সিস |
৬৪ |
|
৬৫ |
|
৬৬ |
|
৬৭ |
বাবু দেবনাথ |
৬৮ |
|
৬৯ |
বিশ্বনাথ ঘোষ |
৭০ |
|
৭১ |
|
৭২ |
প্রসেনজিৎ সেন |
৭৩ |
দেবপ্রসাদ মুখোপাধ্যায় |
৭৪ |
|
৭৫ |
|
৭৬ |
সৌমেন পাল |
৭৭ |
|
৭৮ |
|
৭৯ |
|
৮০ |
|
৮১ |
|
৮২ |
অনিমেষ ভট্টাচার্য |
৮৩ |
রাজীব পাল |
৮৪ |
|
৮৫ |
|
৮৬ |
দ্বারকাকুমার ঘোষ |
৮৭ |
কালীনারায়ণ মুখোপাধ্যায় |
৮৮ |
|
৮৯ |
কার্তিক দাস |
৯০ |
|
ওয়ার্ড নং |
প্রার্থী |
৯১ |
সমীর সাহা |
৯২ |
চন্দন মুখোপাধ্যায় |
৯৩ |
শম্পা ঘোষ |
৯৪ |
|
৯৫ |
রবীন্দ্রনাথ ঘোষ |
৯৬ |
|
৯৭ |
প্রহ্লাদ চক্রবর্তী |
৯৮ |
স্বপন বোস |
৯৯ |
মুনমুন দাস |
১০০ |
|
১০১ |
অমর ভট্টাচার্য |
১০২ |
|
১০৩ |
দেবজ্যোতি দাস |
১০৪ |
অভিজিৎ ঘোষ |
১০৫ |
|
১০৬ |
বিশ্বনাথ চক্রবর্তী |
১০৭ |
|
১০৮ |
সঞ্জয় মজুমদার |
১০৯ |
ঝুলন দাস |
১১০ |
|
১১১ |
|
১১২ |
শ্যামল বিশ্বাস |
১১৩ |
|
১১৪ |
সুভাষচন্দ্র বোস |
১১৫ |
স্বপন সরকার/গুরুদাস পাল |
১১৬ |
শর্মিষ্ঠা সাঁপুই |
১১৭ |
সঞ্জিতকুমার দে |
১১৮ |
দীপা বাগড়ে |
১১৯ |
|
১২০ |
বিশ্বনাথ দাস |
ওয়ার্ড নং |
প্রার্থী |
১২১ |
কৌস্তভ ভট্টাচার্য |
১২২ |
মানসী দাস নস্কর |
১২৩ |
|
১২৪ |
প্রবীর সরকার |
১২৫ |
কাজল বিশ্বাস |
১২৬ |
সুভাষ কর |
১২৭ |
লতা সাহা |
১২৮ |
গীতিকা মৃধা |
১২৯ |
দোলন দাস রাহা |
১৩০ |
গোষ্ঠবিহারী জানা |
১৩১ |
সুবীর মণ্ডল |
১৩২ |
প্রিয়া রায় |
১৩৩ |
|
১৩৪ |
|
১৩৫ |
শামসুদ বেগম |
১৩৬ |
|
১৩৭ |
ওয়াসিম মোল্লা |
১৩৮ |
মমতাজ বেগম |
১৩৯ |
মহব্বত খান |
১৪০ |
ওয়াসিম খান |
১৪১ |
অভিষেক বৈদ্য |
১৪২ |
|
১৪৩ |
|
১৪৪ |
অয়ন মিত্র |
.table-bordered > thead > tr > th, .table-bordered > tbody > tr > th, .table-bordered > tfoot > tr > th, .table-bordered > thead > tr > td, .table-bordered > tbody > tr > td, .table-bordered > tfoot > tr > td {border: 1px solid #fff;}.table-bordered {border: 1px solid #FFF;} .table { width: 70%; margin-left: auto; margin-right: auto;} @media(max-width: 768px) { .table { width: 100%; margin-left: auto;margin-right: auto;}}