shono
Advertisement

Breaking News

পাঁচ রাজ্যের পর অসমের পঞ্চায়েত নির্বাচনেও বেকায়দায় বিজেপি

হারানো জমি ফিরে পাচ্ছে কংগ্রেস। The post পাঁচ রাজ্যের পর অসমের পঞ্চায়েত নির্বাচনেও বেকায়দায় বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:07 PM Dec 12, 2018Updated: 08:07 PM Dec 12, 2018

মণিশংকর চৌধুরি: পাঁচ রাজ্যের নির্বাচনের ব্যর্থতা এখনও হজম হয়নি। এরই মধ্যে অসমের পঞ্চায়েত নির্বাচনে আরও দুঃসংবাদ অপেক্ষা করছে বিজেপির জন্য। রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনগুলিতে ব্যাপক শক্তিক্ষয় হয়েছে গেরুয়া শিবিরের। হারানো জমি অনেকটা পুনরূদ্ধার করেছে কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে উত্থান ঘটেছে অসম গণ পরিষদের।

Advertisement

[ঘোরতর সমালোচনার পরও দুই রাজ্যে কংগ্রেসকে সমর্থন মায়াবতীর]

এই মুহূর্তে রাজনৈতিকভাবে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ডামাডোল পরিস্থিতি অসমে। একদিকে, এনআরসি বিল নিয়ে বাঙালিদের তীব্র অসন্তোষ, অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অসমের ভূমিপুত্রদের রোষ। আর এই রোষের মুখে পড়েই বেশ খানিকটা শক্তি হারাল বিজেপি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও। নিজেদের দখলে থাকা প্রচুর আসন হারিয়েছে। জেলা পরিষদে এখনও পর্যন্ত যে কটা আসনের ফলাফল প্রকাশিত হয়েছে তাঁর মধ্যে ১০৭টি আসনে জিতেছে বিজেপি। কংগ্রেস একটু পিছিয়ে, তাদের দখলে ৯৯টি। অন্যদিকে বিজেপির জোট ছেড়ে বেরিয়ে এসে বিরাট সাফল্য অসম গণ পরিষদের। অগপ এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ৭৭ আসনে। গ্রাম পঞ্চায়েত প্রেসিডেন্ট পদেও কংগ্রেস টক্কর দিচ্ছে বিজেপিকে। গেরুয়া শিবিরের দখলে এখনও পর্যন্ত গিয়েছে ৬২০টি আসনে। কংগ্রেসের দখলে গিয়েছে ৫১৫টি আসন। অসম গণ পরিষদ এখানেও ভাল ফল করেছে। তাদের দখলে ৩০৪টি আসন। গণনা এখনও চলছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে, প্রাথমিক ট্রেন্ডে বিজেপির জন্য অশনি সংকেত দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, স্থানীয় নির্বাচনে সাধারণত শাসকদলই অ্যাডভান্টেজ পায়। সেদিক থেকে দেখতে গেলে বিজেপির থেকে অনেক বেশি আসন পেয়েছে সম্মিলিত বিরোধীরা। তাছাড়া কংগ্রেসও বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে। আগামী বছর লোকসভা নির্বাচনের পরপরই অসম বিধানসভা নির্বাচন। তাই এই ফল গেরুয়া শিবিরকে চিন্তায় রাখবে।

[রাতভর টানটান উত্তেজনার পর মধ্যপ্রদেশেও শেষ হাসি কংগ্রেসের]

মজার বিষয় হল, নির্বাচনে হিংসা না হলেও এরাজ্যের মতো অসমেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন হাজারের বেশি প্রার্থী। তবে, তাঁর মধ্যে বিরোধী প্রার্থীরাও রয়েছেন। বিজেপি যেখানে ৩৮৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, সেখানে কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ১৭৭টি আসনে। খোদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের নিজের সমষ্টি চাবুয়াতেও কংগ্রেসের কাছে অনেকগুলি আসনে পিছিয়ে বিজেপি। তাই সার্বিকভাবে এই ফলাফলকে বিজেপির জন্য খারাপ খবর বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

The post পাঁচ রাজ্যের পর অসমের পঞ্চায়েত নির্বাচনেও বেকায়দায় বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement