shono
Advertisement

Breaking News

‘কং-বাম দল ভাঙিয়ে বিজেপির জমি শক্ত করেছেন মমতা’, বিস্ফোরক অধীর

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে পারদ।
Posted: 04:32 PM Dec 23, 2020Updated: 04:32 PM Dec 23, 2020

বুদ্ধদেব সেনগুপ্ত: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে পারদ। অভিযোগ পালটা অভিযোগে সরগরম বাংলার রাজনীতি। চলছে ‘দল বদলের’ টানটান খেলা। এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

Advertisement

[আরও পড়ুন: পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? সম্ভাব্য নির্ঘন্ট জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়]

বুধবার মৌলালির রামলীলা ময়দানে দলের মাইনরিটি সেলের এক সভায় বক্তব্য রাখেন অধীর। সেখানে কোনও রাখঢাখ না করেই তিনি সাফ বলেন, “বিজেপির জমি শক্ত করে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আর বামেদের দল ভাঙিয়েছিলেন।” ওয়াকিবহাল মহলের মতে, বিধানসভা নর্বাচনের আগে রাজ্যে যেভাবে দল বদলের পালা শুরু হয়েছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বাম ও কংগ্রেস পর্যন্ত। শুভেন্দু অধিকারীর মতো দপুটে নেতা ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সিঁদুরে মেঘ দেখছে শাসকদল। এদিকে, কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছে কংগ্রেস ও বামেরা। ওই দুই দলের তৃণমূল স্তরে ভাঙন অব্যাহত। ফলে মুখে চ্যালেঞ্জ ছুঁড়লেও রাজনীতির ময়দানে গেরুয়া রথ রুখে দেওয়ার ক্ষমতা যে তাঁদের নেই তা ভালই জানেন দুঁদে রাজনীতিবিদ তথা বহরমপুরের বাহুবলী অধীর।

উল্লেখ্য, বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। সেই প্রচেষ্টাকে ব্যর্থ করতে গেরুয়া শিবিরকে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম বিরোধী হিসেবে তুলে ধরতে মরিয়া তৃণমূল (TMC)। অবশিষ্ঠ মুসলিম ভোটব্যাংক বাঁচাতে তৎপর কংগ্রেসও। কিন্তু এবার সংখ্যালঘুবিরোধী তকমা ঘুচিয়ে দিতে পালটা চাল দিল বিজেপি (BJP)। শনিবার সংখ্যালঘু সম্প্রদায়ের ৫ তৃণমূল নেতা যোগ দিল গেরুয়া শিবিরে। সঙ্গে দল বদলালেন একঝাঁক সাংসদ, বিধায়ক ও বিশিষ্ট নেতৃত্ব। শনিবার পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপিতে যোগ দিলেন ৯ বর্তমান বিধায়ক (MLA) , এক সাংসদ (MP), এক প্রাক্তন সাংসদ (Ex-MP) ও রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী (Ex Minister)। পাশাপাশি যোগ দিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বও। তবে বিধানসভা নির্বাচনের আগে ছয় সংখ্যালঘু নেতার দলবদল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, এবার অগ্নিমিত্রা পলকে শোকজ বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement