shono
Advertisement

Breaking News

‘যতবার খুশি ডাকুক, ইডি দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না’, হুঁশিয়ারি রাহুলের

এদিকে ইডি দপ্তরে হাজিরার জন্য দু'দিনের সময় চেয়ে নিয়েছেন সোনিয়া গান্ধী।
Posted: 02:49 PM Jun 22, 2022Updated: 07:00 PM Jun 22, 2022

সোমনাথ রায়, নয়াদিল্লি: ৫ দিনে ৫০ ঘণ্টারও বেশি জেরা ইডির। অসুস্থ মাকে হাসপাতালে ভরতি রেখে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইডির দপ্তরে বসে থাকা। গত কয়েকটা দিন বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই কাটিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তা সত্ত্বেও বিজেপি বিরোধিতায় সুর নরম করতে নারাজ কংগ্রেস (Congress) নেতা। তাঁর বক্তব্য,”৫ বার কেন, যতবার খুশি ডাকুক। আমাকে ইডি দিয়ে ভয় দেখানো যাবে না।”

Advertisement

এদিন কংগ্রেস নেতাকে অনেকটা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে কথা বলতে শোনা গেল। ইডির জেরার পর অভিষেক যেভাবে বলেছিলেন, এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। তেমন রাহুলও বললেন, কেন্দ্র সরকার এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে কংগ্রেসকে দমিয়ে রাখতে পারবে না। রাহুল বলেন,”কোনও এজেন্সি আমাকে ভয় দেখাতে পারে না। এমনকী যেসব ইডি আধিকারিক আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরাও বুঝে গিয়েছেন একজন কংগ্রেস নেতাকে এভাবে দমন করা যায় না।”

[আরও পড়ুন: ‘পয়গম্বরকে নিয়ে নুপূর শর্মার মন্তব্যে ধাক্কা খেয়েছে ভারতের ভাবমূর্তি’, মন্তব্য অজিত ডোভালের]

ন্যাশনাল হেরাল্ড মামলায় গত দু’সপ্তাহে মোট পাঁচবার প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তলব করেছে ইডি (ED)। পাঁচদিনই হাজিরা দিয়েছেন রাহুল। এবং পাঁচদিনই তাঁকে ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। রাহুল একা নন, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকেও এই একই মামলায় ইডি তলব করেছে। বৃহস্পতিবারই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়ার (Sonia Gandhi)। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অতিরিক্ত সময় চেয়ে ইডির কাছে চিঠি দিয়েছেন সোনিয়া। সোনিয়ার বক্তব্য, চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাই কয়েক সপ্তাহ বিরতি দেওয়া হোক। তার ঠিক আগে এদিন কংগ্রেস নেতাদের মনোবল বাড়াতে এদিন দলের সত্যাগ্রহে অংশ নেন রাহুল।

[আরও পড়ুন: কাউন্সিলর থেকে রাজ্যপাল, আড়াই দশকের রাজনৈতিক জীবন, চিনে নিন দ্রৌপদী মুর্মুকে]

আসলে রাহুলকে যেদিন যেদিন ইডি জিজ্ঞাসাবাদ করেছে, সেই দিনগুলি দিল্লি কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন কংগ্রেস নেতাকর্মীরা। কংগ্রেসের সব সাংসদ তো বটেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের সাধারণ নেতাকর্মীরাও দিল্লি গিয়ে বিক্ষোভ দেখিয়ে এসেছেন। এদিন এআইসিসির (AICC) সদর দপ্তরে জমায়েত কর্মীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান রাহুল। দাবি করেন, এভাবে তাঁকে দমানো যাবে না। ইডি কর্তারাও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন। কিন্তু তিনি হাঁপাননি। কারণ, কংগ্রেস নেতাকর্মীরা তাঁর পাশে ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement